বিধানসভা নির্বাচনের পর পর্ব মিটে যাওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের ব্যাপক রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে । জেলায় দুজন ওসি চারজন এক্সপেক্টর বদলির নির্দেশ দিলেন জেলা পুলিশ সুপার। নির্দেশিকা অনুযায়ী মারিশদা থানার ওসিকে জুনপু…
বিধানসভা নির্বাচনের পর পর্ব মিটে যাওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের ব্যাপক রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে । জেলায় দুজন ওসি চারজন এক্সপেক্টর বদলির নির্দেশ দিলেন জেলা পুলিশ সুপার।
নির্দেশিকা অনুযায়ী মারিশদা থানার ওসিকে জুনপুট কোস্টাল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। জুনপুট কোস্টালে ওসি রাজকুমার কুন্ডু কে মারিশদা থানার ওসি পদে আনা হয়েছে। কাঁথি থানার সাব-ইন্সপেক্টর বিনয় কুমার মান্নাকে সুতাহাটা থানার ওসি করা হয়েছে। সুতাহাটা থানার ওসি সত্যজিৎ চানককে কাঁথি থানার সাব-ইন্সপেক্টর হিসেবে পাঠানো হয়েছে। মারিশদা থানার সাব-ইন্সপেক্টর এবং কাঁথি থানার সাব-ইন্সপেক্টর দেবাংশু বাগ কে-একে অন্যের জায়গায় বদলি করে নিয়ে আসা হয়েছে।
No comments