২১শে বিধানসভা নির্বাচনে মেদিনীপুরে প্রতিপক্ষ বিজেপি কে ধরাশায়ী করে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।জয়ের পর যখন রাজ্যজুড়ে উঠে এসেছে ভোট পরবর্তী হিংসার ছবি, তখন সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল মেদিনীপুরে।মিষ্টির থালা হাতে BJP প্র…
২১শে বিধানসভা নির্বাচনে মেদিনীপুরে প্রতিপক্ষ বিজেপি কে ধরাশায়ী করে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।জয়ের পর যখন রাজ্যজুড়ে উঠে এসেছে ভোট পরবর্তী হিংসার ছবি, তখন সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল মেদিনীপুরে।মিষ্টির থালা হাতে BJP প্রার্থী শমিত দাসের বাড়িতে হাজির হলেন জুন।
ভোটে মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার পক্ষেই রায় দিয়েছেন সাধারণ মানুষ। কিন্তু ভোটের পর রাজ্যের একাধিক জায়গায় যখন ভোট পরবর্তী হিংসার ছবি, তখন BJP প্রার্থী শমিত দাসের বাড়িতে মিষ্টি নিয়ে গেলেন জুন মালিয়া। তিনি বলেন
ভাইফোঁটায় আবার আসব’, পরাজিত BJP প্রার্থীকে কথা দিলেন জুন
No comments