Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে বিপর্যস্ত এলাকায় শিক্ষক -শিক্ষিকাদের মিলিত শক্তি উদ্যোগে ত্রান বিতরণ করেন

প্রাকৃতিক দানব ইয়াস এবং জলচ্ছ্বাস বিপর্যস্ত এলাকার মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রধান শিক্ষক -শিক্ষিকাদের মিলিত শক্তি। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই মন্ত্রকে পাথেয় করে আজ পাঁচ শতাধিক মানুষ কে ত্রান বি…

 





প্রাকৃতিক দানব ইয়াস এবং জলচ্ছ্বাস বিপর্যস্ত এলাকার মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রধান শিক্ষক -শিক্ষিকাদের মিলিত শক্তি। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই মন্ত্রকে পাথেয় করে আজ পাঁচ শতাধিক মানুষ কে ত্রান বিতরণ করেন শিক্ষক মহাশয়েরা। বৈষ্ণবচক - এরিয়াখালির দুর্গত এলকার অসহায় মানুষের হাতে এই ত্রান তুলে দেন শিক্ষক অনুপম বিশ্বাস,জলধর মহাপাত্র,হরিপদ নস্কর, অমিও মাইতি,সুকুমার শেঠ প্রমুখ। আমাদের আহ্বানে তাঁদের এই প্র‍য়াসকে সাধুবাদ জানান সুতাহাটা পঞ্চায়েত সমিতির তাপস কুমার মাইতি।কিছু অসামাজিক মানুষের বাধাকে উপেক্ষা করে এই ত্রান গ্রহণ করলেন বহু মানুষ। না কোনো ক্লাব নয়, যারা সরকারের অর্থে পুষ্ট তাদের খুব একটা  দেখা না গেলেও শিক্ষক মহাশয়দের এই উদ্যোগ  জনমানসে প্রভাব ফেলেছে। এর আগে ছাত্র -ছাত্রীরা এইকাজে সামিল হওয়া ছাত্র সমাজকে বিশেষ ভাবে উৎসাহিত করে।সমাজের মেরুদণ্ড গঠনকারী হে শিক্ষক মহাশয় আপনাদের প্রণাম। আপনারা আছেন বলে সমাজ এখনোও সুন্দর।অনেক শিক্ষক মহাশয়েরাও হাত বাড়িয়ে দিয়েছেন।  শিক্ষক মহাশয় পিণ্টুকুমার বেরা, পুর্নেন্দু মণ্ডল প্রমুখের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।




No comments