অবিভক্ত মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত জাতীয় সরকারের কাণ্ডারী, মেদিনীপুরের বিদ্যুৎ বাহিনী র সর্বাধিনায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তিনবারের (১৯৬৭,১৯৬৯,১৯৭১) মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের ৩৬ তম প্রয়াণদিবসে অনাড়ম্বর অনুষ্ঠানে শ্রদ্ধ…
অবিভক্ত মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত জাতীয় সরকারের কাণ্ডারী, মেদিনীপুরের বিদ্যুৎ বাহিনী র সর্বাধিনায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তিনবারের (১৯৬৭,১৯৬৯,১৯৭১) মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের ৩৬ তম প্রয়াণদিবসে অনাড়ম্বর অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। অজয় মুখোপাধ্যায় ১৯০১ সালের ১৫ ই এপ্রিল তমলুক শহরে জন্মগ্রহন করেন।১৯৮৬ সালের অাজকের দিনে (২৭ শে মে) অজয় মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। অজয় মুখোপাধ্যায়ের বিদ্যুৎ বাহিনী ১৯৪২ সালে ভারত ছাড়ো অান্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৫২ সালে তিনি সেচ মন্ত্রী হন।১৯৬৬ সালে অজয় মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বাংলা কংগ্রেস গঠন করেন। ১৯৬৭,১৯৬৯,১৯৭১ সালে তিনবারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হন।বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় অবিভক্ত মেদিনীপুর জেলার গর্ব বলে উল্লেখ করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
No comments