পূর্ব মেদিনীপুর কাঁথি পৌরসভার গোডাউন থেকে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠল কাঁথি পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী ও রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিরুদ্ধে।
শনিবার দুপুর ১ টা নাগাদ সেন্ট্…
পূর্ব মেদিনীপুর কাঁথি পৌরসভার গোডাউন থেকে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠল কাঁথি পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী ও রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিরুদ্ধে।
শনিবার দুপুর ১ টা নাগাদ সেন্ট্রাল ফোর্স এর উপস্থিতিতে কাঁথি পৌরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন পৌরসভার গোডাউন থেকে ত্রিপল বার করতে দেখে, পৌরসভায় কাজ করতে আসা স্থানীয় এক যুবক। এর পরেই বর্তমান কাঁথি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি কে খবর দেয় ওই যুবক। প্রত্যক্ষদর্শী যুবক মনজুর রহমান জানান.
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সহ পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি। শুভেন্দু অধিকারী প্রভাব খাটিয়ে এই ধরনের ঘটনা করেছে এমনটাই অভিযোগ পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি'র
পৌর প্রশাসক মন্ডলীর দুই সদস্য হাবিবুর রহমান ও রত্নদ্বীপ মান্না সহ কাঁথি শহর তৃণমূল কংগ্রেস সম্পাদক বিশ্বজিৎ মাইতি ও কাঁথি শহর যুব তৃণমূল নেতৃত্ব সুরজিৎ নায়ক- গোডাউনে দায়িত্বে থাকা পৌরসভার কর্মচারী হিমাংশু মান্নাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর হিমাংশু মান্না জানান "শুভেন্দু অধিকারীর কিছু ব্যক্তিগত ত্রিপল পৌরসভার গোডাউনে জমা ছিল। সেই সমস্ত ত্রিপল গুলি নেওয়ার জন্য আজ লোক পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী"। এই হিমাংশু মান্না অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর একসময়ের কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। পৌরসভার চেয়ারম্যান এর অনুমতি ছাড়া এইভাবে ত্রানের ত্রিপল বের করে দেওয়ায় ক্ষুব্ধ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য হাবিবুর রহমান।
No comments