Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে করোনা আক্রান্ত মানুষের পাশে রেড ভলেন্টিয়ার্স*

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম  সামসাবাদ অঞ্চলে CPI(M) ছাত্র-যুব সংগঠন SFI- DYFI এর উদ্যোগে Red Volunteers রা করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজ ও আক্রান্তদের  অক্সিমিটারে অক্সিজেন স্যাচুলেশন করছেন।রেড ভলেন্টিয়ার হিসাবে উ…

 







 পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম  সামসাবাদ অঞ্চলে CPI(M) ছাত্র-যুব সংগঠন SFI- DYFI এর উদ্যোগে Red Volunteers রা করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজ ও আক্রান্তদের  অক্সিমিটারে অক্সিজেন স্যাচুলেশন করছেন।

রেড ভলেন্টিয়ার হিসাবে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক কমঃ মহাদেব ভূঞ্যা, DYFI লোকাল কমিটির সম্পাদক কমঃ দেবেশ ভূঞ্যা, সামসাবাদ রেড ভলেন্টিয়ারের নেতৃত্ব কমঃ জুলফিকার আলি ও কমঃ জিয়াউর রহমান এবং ছাত্র নেতা কমঃ সেক সামসুল প্রমুখ। 

তাঁরা বিগত কয়েকদিন ধরেই রেড ভলেন্টিয়ারস নামে একটি দল তৈরি করে মানুষের পাশে দাঁড়িয়েছে ,নন্দীগ্রাম ১ ব্লকের সামসাবাদ অঞ্চলে করোনা আক্রান্ত মানুষের পাশে থাকার দৃড় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। তাই শনিবার ফের তাঁরা মানবিকতার নজির সৃষ্টি করেছে রেড ভলেনেটিয়ার্স নামে। 



No comments