পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মেচেদা বাজার এলাকায় হনুমান মন্দিরে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক ব্যক্তি।জানা যায় দুপুর দুটো নাগাদ এক অজানা ব্যক্তি বেশ কয়েক ঘন্টা ধরেই মন্দিরের চারপাশে ঘোরাফেরা করছিলেন।বাজার বন্ধ হতেই ব…
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মেচেদা বাজার এলাকায় হনুমান মন্দিরে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক ব্যক্তি।জানা যায় দুপুর দুটো নাগাদ এক অজানা ব্যক্তি বেশ কয়েক ঘন্টা ধরেই মন্দিরের চারপাশে ঘোরাফেরা করছিলেন।বাজার বন্ধ হতেই ব্যক্তিটি মন্দিরের কাছে এসে প্রকাশ্য দিবালোকে মন্দিরের প্রনামী বাক্স একটি কাটার মেশিন দিয়ে কাটতে শুরু করে।হঠাৎ স্থানীয় একজন বিষয়টি দেখে পাশাপাশি লোকজনকে ডেকে ওই ব্যক্তিকে ধরে বেঁধে মারধোর করে।ওই ব্যক্তির কাছ থেকে কয়েকটি এটিএম, কিছু টাকা ও গাঁজা উদ্ধার করেন স্থানীয়রা।এরপর কোলাঘাট থানায় খবর দিলে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম দুর্গাপদ জনা বাড়ি মহিষাদল থানা এলাকায়।তবে কেন প্রকাশ্য দিবালোকে মন্দির চুরি করলো ওই ব্যক্তি তা এখনো যানা যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।
No comments