Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে মানবিক মুখ ABTA রেড ভলেন্টিয়ার্স

রেড ভলেন্টিয়ার্সরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তার কথা ভেবে DYFI উদ্যোগে নন্দীগ্রাম -১ ও ২ ব্লকের রেড ভলেন্টিয়ার টিমকে কিছু পি.পি.ই. কিট তুলে দেওয়া হলো এবং সেইসঙ্গে ABTA এর পক্ষ থেকে দু…

 






রেড ভলেন্টিয়ার্সরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তার কথা ভেবে DYFI উদ্যোগে নন্দীগ্রাম -১ ও ২ ব্লকের রেড ভলেন্টিয়ার টিমকে কিছু পি.পি.ই. কিট তুলে দেওয়া হলো এবং সেইসঙ্গে ABTA এর পক্ষ থেকে দু'টি ব্লকের রেড ভলেন্টিয়ার টিমকে দু'টি করে(৫০০০টাকা + ৫০০০ টাকা) অক্সিমিটার দিয়ে সহযোগিতা করলো। 

উপস্থিত ছিলেন DYFI পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক কমঃ পরিতোষ পট্টনায়ক এবং ABTA এর নেতৃত্ব শ্রদ্ধেয় কমঃ সমিত কুমার গোল এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক কমঃ মহাদেব ভূঞ্যা স্থানীয় যুব নেতা কমঃ দেবেশ ভূঞ্যা,কমঃ সাবির আলি শাহ,কমঃ পল্লব মাইতি,কমঃ প্রীতম কয়াল, কমঃ রবিউল আলম খাঁন প্রমুখ।

No comments