Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একুশে নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে নন্দীগ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর

তোমার নাম আমার নাম নন্দীগ্রাম, নন্দীগ্রামে আন্দোলনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ চিনেছিল নন্দীগ্রামের মানুষকে। তার ফলে নন্দীগ্রামের আন্দোলন এবং সিঙ্গুর আন্দোলনের ফলেই বামফ্রন্ট সরকার পরিবর্তন হয়ে মা মাটি মানুষের সরকার এসে…

 






তোমার নাম আমার নাম নন্দীগ্রাম, নন্দীগ্রামে আন্দোলনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ চিনেছিল নন্দীগ্রামের মানুষকে। তার ফলে নন্দীগ্রামের আন্দোলন এবং সিঙ্গুর আন্দোলনের ফলেই বামফ্রন্ট সরকার পরিবর্তন হয়ে মা মাটি মানুষের সরকার এসেছিলেন। এবার একুশে নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারী। গত ১লা এপ্রিল একুশে নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। আর তার আগেই জেলাজুড়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে।
রাজনৈতিক হিংসায় নন্দীগ্রামে মৃত্যু হল তৃণমূল কর্মীর। গত ২৭শে মার্চ নন্দীগ্রামে বিজেপি- তৃণমূল সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না। এরপর তাকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে মৃত ওই তৃণমূল কর্মীর বাড়ি নন্দীগ্রামের বয়াল- ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বলরামপুর গ্রামে। নন্দীগ্রামের ভোটের আগে গত ২৭শে মার্চ বিজেপির দুষ্কৃতীদের হাতে রবীন্দ্রনাথ মান্না গুরুতরভাবে আক্রান্ত হন বলে অভিযোগ। এরপরই আজ ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। গত ৩০শে মার্চ  ওই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখাও করেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কর্মীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 





No comments