Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাফাই কর্মীদের সাথে পুলিশ বাহিনীর সাথে ধস্তাধস্তি অবশেষে কাজে যোগ দিলেন পুরসভার সাফাইকর্মীরা

করনার প্রাক্কালে সাফাইকর্মীদের কর্মবীরতি , পরিষ্কার হচ্ছে না জঞ্জাল পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা জমে দুর্গন্ধের  শিকার পৌরবাসি, অবশেষে ডাস্টবিন ভ্যান  ও সহকর্মী দের সাথে নিয়ে ময়লা পরিস্কার  করতে রাস্তায় নেমেছিল পুরো প্রশাসক দীপেন্…

 





করনার প্রাক্কালে সাফাইকর্মীদের কর্মবীরতি , পরিষ্কার হচ্ছে না জঞ্জাল পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা জমে দুর্গন্ধের  শিকার পৌরবাসি, অবশেষে ডাস্টবিন ভ্যান  ও সহকর্মী দের সাথে নিয়ে ময়লা পরিস্কার  করতে রাস্তায় নেমেছিল পুরো প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়,। এমনটা দেখেই বিক্ষোভে  ফেটে পরেন পুরসভার সাফাই কর্মিরা। ময়লা তুলতে বাধা দেওয়া হয় পুর প্রশাসকে।  ঘটনাস্থলে পৌঁছায় এসডিপিও সহ বিশাল র ্যাফ ও পুলিশ বাহিনী  ।  শুরু হয় র ্যাফ ও সাফাই কর্মীদের ধস্তাধস্তি ।  প্রসঙ্গত  2 দিন আগে থেকে  তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন এলাকা জঞ্জাল পরিষ্কার না করে  একাধিক দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল সাফাই কর্মীরা। গত কাল তারা বিক্ষোভও দেখিয়েছিলেন পুরসভার গেটের সামনে। তবে কয়েকদিন ধরে বাড়ি-বাড়ি ময়লা-আবর্জনা না আনতে যাওয়া এবং রাস্তাঘাটে ময়লা আবর্জনা পরিষ্কার না করার ফলে রাস্তাঘাটের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ছিল সাধারণ মানুষ জন। আজ সকালে বাধ্য হয়ে তাম্রলিপ্ত পৌরসভায় বড় বাজার সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করতে যান পৌরসভার মুখ্য চেয়ারপার্সন দীপেন্দ্র নারায়ন রায় সহ বোর্ডের বেশকিছু সদস্যরা, এরপর এই কাজে বাধা দেয় সাফাই কর্মীরা। দু'পক্ষের ধাক্কাধাক্কিতে ঘটনাস্থলে আসে তমলুক থানার আই সি শমীত ভট্টাচার্য ও পুলিশ বাহিনী, এরপরেও গণ্ডগোল না থামায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন এস ডি পি ও অতীশ বিশ্বাস ও রেফ। সাফাই কর্মী ইউনিয়নের এক নেতাকে আটক করেছে পুলিশ, পরে  সমস্ত বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ !

No comments