তুমি কাঁটাতার ইছামতী নীলকুঠিআমার বাংলা শাল মহুয়ার দেশতুমি যদি হও পথের বাউল গানআমি তবে হই হারানো সুরের রেশতুমি যদি হও পরাজিত সৈনিকআমি তবে হই অপেক্ষমাণ সুখতুমি যদি হও যুদ্ধের বিভীষিকাআমি তবে হই সিরিয়ার মৃত মুখতুমি আর আমি বিশ্বাসে ব…
তুমি কাঁটাতার ইছামতী নীলকুঠি
আমার বাংলা শাল মহুয়ার দেশ
তুমি যদি হও পথের বাউল গান
আমি তবে হই হারানো সুরের রেশ
তুমি যদি হও পরাজিত সৈনিক
আমি তবে হই অপেক্ষমাণ সুখ
তুমি যদি হও যুদ্ধের বিভীষিকা
আমি তবে হই সিরিয়ার মৃত মুখ
তুমি আর আমি বিশ্বাসে বেঁচে আছি
অটল সাগরে আমরা দিয়েছি সুখ
তুমি আর আমি পালটে দিতেই পারি
মরুভূমি জুড়ে বৃষ্টি নামবে খুব
মিছিলের ভিড়ে হারিয়ে গিয়েছে প্রেম
তুমি আর আমি বিপ্লব করি রোজ
ইতিহাস পথে প্রতিদিন করি
নতুন দিনের খোঁজ।
No comments