মেদিনীপুরের অগ্নিকন্যা, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী,প্রাক্তন কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রীসভার অন্যতম সদস্যা এবং বিশিষ্ট সমাজসেবী।
আভা মাইতি র জন্ম ১৯২৩ সালের ২২ শে এপ্রিল বতর্মান পূর্ব মেদিনীপুর জেলার, খেজুরী থানার কলাগেছিয়া গ্রামে …
মেদিনীপুরের অগ্নিকন্যা, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী,প্রাক্তন কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রীসভার অন্যতম সদস্যা এবং বিশিষ্ট সমাজসেবী।
আভা মাইতি র জন্ম ১৯২৩ সালের ২২ শে এপ্রিল বতর্মান পূর্ব মেদিনীপুর জেলার, খেজুরী থানার কলাগেছিয়া গ্রামে জন্ম।
পিতা - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী,দেশসেবক,শিক্ষক এবং পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষামন্ত্রী নিকুঞ্জ বিহারী মাইতি। মাতা স্বাধীনতা সংগ্রামী অহল্যা দেবী।
কলাগেছিয়া গ্রামে প্রাথমিক শিক্ষা শেষ করে বেথুন বালিকা বিদ্যালয়ে ভর্তি হলেও শেষে ১৯৪০ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪২ এবং আই.এ পাশ করেন প্রাইভেটে।এরপর ১৯৪৪ এ বেথুন থেকে বি এ এবং ১৯৪৭ এল এল বি পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
এরপর দেশের কাজে মন দেন।১৯৫২-৫৮ প্রদেশ কংগ্রেস মহিলা শাখার সম্পাদিকা এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্যা হন।
১৯৬২ এবং ১৯৬৭ সালে দুবার ভগবানপুর কেন্দ্রে জয়ী হয়ে ডাঃ বিধান চন্দ্র রায়ের মন্ত্রী সভায় উদ্বাস্তু কল্যান- পূনর্বাসন স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত পূর্ণ মন্ত্রী হন। আবার ১৯৭৭ সালে পাঁশকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে মোরাইজি দেশাই মন্ত্রী সভায় শিল্প দপ্তরের রাষ্ট্র মন্ত্রী হন।।
আজন্ম জাতপাত, ধর্ম, সংকীর্ণতার উর্দ্ধে থাকা আভা দেবী নারী কল্যান,,শিক্ষার সম্প্রসারন,গ্রামীন রাস্তাঘাট সংস্কার সহ বহু সামাজিক কাজকর্ম করেছেন।বাজকূল মিলনী মহাবিদ্যালয় ও নরঘাটে ( মাতঙ্গিনী সেতু) সেতু নির্মানে মুখ্য ভূমিকা নিয়েছিলেন।
No comments