Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা ভয়াবহতার জের! শুনসান দীঘা সমুদ্র সৈকত

কোভিড ১৯ এর দ্বিতীয় কামড়ে আরও বিষক্রিয়া হয়ে উঠেছে সারা বিশ্ব। করোনার নতুন বিষে মৃত্যু মিছিল সংখ্যার পরিমানটা যেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল আছে, ডাক্তার আছে তবে নেই পর্যাপ্ত বেড, টান পড়েছে অক্সিজেনে, বাইরের দেশ থেকে আ…

 



কোভিড ১৯ এর দ্বিতীয় কামড়ে আরও বিষক্রিয়া হয়ে উঠেছে সারা বিশ্ব। করোনার নতুন বিষে মৃত্যু মিছিল সংখ্যার পরিমানটা যেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল আছে, ডাক্তার আছে তবে নেই পর্যাপ্ত বেড, টান পড়েছে অক্সিজেনে, বাইরের দেশ থেকে আসছে অক্সিজেন সিলিন্ডার। তাঁরই মধ্যে একদিকে যেমন শেষ দফার নির্বাচন রয়েছে, তেমনি ভোট গণনাও সামনেই। গত বছরে নতুন রুপে দেখা দেওয়া করোনা ভাইরাস ২০২১ শে যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। কাতারে কাতারে সংক্রমিত হচ্ছে মানুষ, মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রশাসন থেকে মাস্ক ব্যবহার করার প্রচার যেমন চলছে, তেমনি মাস্ক বিতরণও চলছে জোরকদমে। 

এদিন পূর্ব মেদিনীপুরের ট্যুরিষ্ট স্পট সমুদ্র সৈকত নগরী দীঘা ছিল সম্পূর্ণ  শুনসান। হাতে গোনা তেমন কাউকে দেখা গেল না সমুদ্র সৈকতে। সমুদ্রের আছড়ে পড়া শব্দ ছাড়া যেন একটা পিন পড়ার শব্দও নেই , পর্যটকহীন সৈকত নগরী দীঘা।

দীঘা পর্যটন কেন্দ্রে মাস্ক ব্যবহারে লাগাতার প্রচার, চলছে ধরপাকড়ও।




No comments