Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চৈতন্যপুর বাজারে সময়সূচি পরিবর্তন

কোভিড১৯ আছড়ে পড়েছে সারাদেশে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় করণায় আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন ।চৈতন্যপুর বাজার কমিটি এবং সুতাহাটা থানার যৌথ উদ্যোগে সিদ্ধান্ত নেয়া হল। বাজারের সময়সূচি পরিবর্তন করে এবং মাইক প্রচার …

 




কোভিড১৯ আছড়ে পড়েছে সারাদেশে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় করণায় আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন ।চৈতন্যপুর বাজার কমিটি এবং সুতাহাটা থানার যৌথ উদ্যোগে সিদ্ধান্ত নেয়া হল। বাজারের সময়সূচি পরিবর্তন করে এবং মাইক প্রচার করে জনসাধারণকে অবহিত করার জন্য।

  চৈতন‍্যপুর পঞ্চায়েত অফিসে করোনা মহামারী(Covid-19) নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন Joint B.D.O সুতাহাটা, পুলিশ আধিকারিক সুতাহাটা, প্রধান-উপপ্রধান চৈতন‍্যপুর অঞ্চল, বাজার কমিটির বিভিন্ন প্রতিনিধিগন। এই সভার সর্বসম্মত সিদ্ধান্তগুলি হল:-   

      1)দোকানদার ও খরিদ্দার উভয়েরই মাস্ক পরা বাধ্যতামূলক। অনথায় জরিমানা সরূপ একদিন দোকান বন্ধ থাকিবে।

       2) প্রতিদিন সকল ৬ টা 

থেকে দুপুর ১টা পযর্ন্ত দোকান খোলা থাকিবে।

        3)প্রতি মঙ্গলবার চৈতন‍্যপুর বাজারে সম্পূর্ন লকডাউন ঘোষণা  করা হইতেছে।

        4)সব্জীবাজার ও মাছবাজার ভেতর থেকে  রাস্তার উপর সানান্তরিত করা হইবে

 সকল নির্দেশিকা আজ বিকালে মাইক দিয়ে প্রচার হইবে।

এই সিদ্ধান্ত বলবৎ থাকবে যথাসময়ে নতুন করে সিদ্ধান্ত না জানানো হয়। কোভিড ১৯ সবাইকে মাক্স পড়ে বাড়ির বাড়ির বাহিরে বারানোর জন্য আবেদন করছেন। কেউ অযথা বেরোবেন না। সেজন্য সুতাহাটা থানার পুলিশ বিভিন্ন জায়গায় প্রচার করছেন।


No comments