Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা গ্রামীণ হাসপাতালে কাউন্টিং এজেন্টের পজেটিভ ধরা পরল

হলদিয়া গভমেন্ট স্কুলে হলদিয়া ,নন্দীগ্রাম এবং মহিষাদল তিনটি বিধানসভা ভোট গণনা শুরু হবে। তারই জন্য নির্বাচন কমিশন কভিড ১৯ আচরণবিধি বেঁধে দিয়েছেন। সারা রাজ্যের সাথে জেলায় করোনা সংখ্যা দিন দিন বাড়ছে। হলদিয়ায় ইতিমধ্যে তিন জন কর…

 





হলদিয়া গভমেন্ট স্কুলে হলদিয়া ,নন্দীগ্রাম এবং মহিষাদল তিনটি বিধানসভা ভোট গণনা শুরু হবে। তারই জন্য নির্বাচন কমিশন কভিড ১৯ আচরণবিধি বেঁধে দিয়েছেন। সারা রাজ্যের সাথে জেলায় করোনা সংখ্যা দিন দিন বাড়ছে। হলদিয়ায় ইতিমধ্যে তিন জন করোনায় মারা গেছেন। কোভিড ১৯ মেনে চলার জন্যই আজ বিভিন্ন জায়গায় কভিড ১৯ কাউন্টিং এজেন্ট (সর্বদলীয় )এন্টিজেন টেস্ট শুরু হয়। সুতাহাটা গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রে তিনজনের পজিটিভ পাওয়া যায়। সুতাহাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে পজেটিভ ধরা পড়েছে ।তৃণমূল জেলার মুখপাত্র সুতাহাটা পঞ্চায়েত সমিতির (নির্বাচনী প্রশাসক) তাপস মাইতি বললেন একের পর এক এজেন্ট করোনা ধরা পড়ায় চিন্তা হচ্ছে। আজ কোভিড ১৯ পজেটিভ ধরা পড়েছে তিনজনই তৃণমূলের।

No comments