পিছতে পিছতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকেছে সাথী;অধিকার যদি কেড়ে নিতে চায়হোক তবে হাতাহাতি!কিছুতেই আর মানবো না হারপেশীশক্তির কাছে;যতই থাকুক ওদের অস্ত্র,তোমারও কাস্তে আছে!তাতে শান দিয়ে পথে নামো সাথী,গ'ড়ে তোলো প্রতিরোধ;দাবানল হ'য়ে…
পিছতে পিছতে আমাদের পিঠ
দেওয়ালে ঠেকেছে সাথী;
অধিকার যদি কেড়ে নিতে চায়
হোক তবে হাতাহাতি!
কিছুতেই আর মানবো না হার
পেশীশক্তির কাছে;
যতই থাকুক ওদের অস্ত্র,
তোমারও কাস্তে আছে!
তাতে শান দিয়ে পথে নামো সাথী,
গ'ড়ে তোলো প্রতিরোধ;
দাবানল হ'য়ে জ্বলুক হৃদয়ে
পুঞ্জিত ঘৃণা, ক্রোধ!
স্পর্ধা তোমার তুফান তুলুক
রক্তে,শিরায় শিরায়...
আমাদের জয় উঁকি মারে সাথী
শাসকের শিরঃপীড়ায়!
সে জয় রুখতে কীভাবে শাসক
রোজ খেলে গড়াপেটা...
যা দেখে মুচকি হাসে বাংলার
প্রতিটি স্বাধীনচেতা!
এসো,পথে নামো,দল বেঁধে বুক
চিতিয়ে দাঁড়াও রুখে...
যা দেখে প্রতিটি নিরীহ মানুষ
যেন বল পায় বুকে!
হোক সন্ত্রাস,বুকে রাখো দম,
সোজা রাখো শিরদাঁড়া!
জয়ী হবে ঠিক বাঁচার প্রতীক
কাস্তে হাতুড়ি তারা!!
যতই নীরব থাকুক মিডিয়া
গিলে বিস্তর নোট,
সময় বলছে-- নিশ্চিত জয়ী
হবে মানুষের জোট।
No comments