পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল। তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। নন্দীগ্রাম আন্দোলনের নায়ক সারা ভারতবর্ষের মানুষ এক নজরে চিনতেন তিনি করোণায় আক্রান্ত হয়েছেন। এখন কলিকাতা এপোলো তে ভর্তি রয়েছেন। বর্…
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল। তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। নন্দীগ্রাম আন্দোলনের নায়ক সারা ভারতবর্ষের মানুষ এক নজরে চিনতেন তিনি করোণায় আক্রান্ত হয়েছেন। এখন কলিকাতা এপোলো তে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি স্থিতিশীল। তার সঙ্গী যারা থাকতেন মহাত্মা গান্ধী ভবনে। তারা বর্তমানে হোম আইসোলেশন রয়েছেন। করোনা ধরা পড়ায় যেমন মানুষ ধীরে ধীরে আতঙ্ক হচ্ছে ।
ঠিক তেমনি নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য এবং হালখাতা মহরতে হলদিয়া, চৈতন্যপুর , দুর্গাচক,বিভিন্ন জায়গায় ভিড়ে ঠাসা রয়েছে। মাক্স ব্যবহার কেউ করেননি ।গত বছর যে প্রচার সরকারের পক্ষ থেকে ছিল ।সেই প্রচার এখন নেই ,মানুষ সচেতন হয়েও না হওয়ার ভান করে মাক্স ব্যবহার না করেই আজকের পয়লা বৈশাখে নতুন খাতা মহরত উৎসবে মেতে উঠেছেন।
No comments