Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চমী বসন্ত উৎসব উদযাপন, নটরাজ নৃত‍্য নিকেতনের

নটরাজ নৃত‍্য নিকেতনের উদ্যোগে পঞ্চমী বসন্ত উৎসব।
হলদিয়া চৈতন‍্যপুর নটরাজ নৃত‍্য নিকেতনের আয়োজনে চৈতন‍্যপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
কোরিওগ্রাফার অঙ্গনা বাগ সিনহা বলেন এবছর রাজ‍্যে বিধানসভা নির্বাচনের …

 





নটরাজ নৃত‍্য নিকেতনের উদ্যোগে পঞ্চমী বসন্ত উৎসব।
হলদিয়া চৈতন‍্যপুর নটরাজ নৃত‍্য নিকেতনের আয়োজনে চৈতন‍্যপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
কোরিওগ্রাফার অঙ্গনা বাগ সিনহা বলেন এবছর রাজ‍্যে বিধানসভা নির্বাচনের জন‍্য নির্ধারিত সময় থেকে পিছিয়ে অনুষ্ঠান হচ্ছে।বণাঢ‍্য শোভাযাত্রা করে দ্বিতীয় বর্ষের বসন্ত উৎসবের শুভ সূচনা হয়।কত্থক,রবীন্দ্র নৃত‍্য,নজরুল নৃত‍্য,ভারত নাট‍্যম সহ একাধিক ধরনের নৃত‍্যাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকা সুমনা পাহাড়ী,প্রধান শিক্ষক আশিষ কুমার পান্ডা,শিক্ষক মধুপ কুমার রায় সহ অনান‍্য অতিথিরা।নৃত‍্য নিকেতনের কর্ণধার সব‍্যসাচী সিনহা সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে এবারের অনুষ্ঠানের আয়োজনে করা হয়েছে।




No comments