রেলে কাটা পড়ে মৃত্যু হলো বাপি নায়েক, নিপেন পাল ও মানিক মন্ডল নামে তিনজন রেলকর্মী। আহত আরো একজন। শনিবার মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডুঁয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়। বিশেষ সূত্রে জানা যায় এ দিন কাজে আসেন ওই তিনজ…
রেলে কাটা পড়ে মৃত্যু হলো বাপি নায়েক, নিপেন পাল ও মানিক মন্ডল নামে তিনজন রেলকর্মী। আহত আরো একজন। শনিবার মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডুঁয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়। বিশেষ সূত্রে জানা যায় এ দিন কাজে আসেন ওই তিনজন রেলকর্মী এরপর শনিবার সকালে ডুঁয়াও বালিচক স্টেশন এর মাঝে রেললাইনে কাজ চলছিল। তবে কোন ভাবে সেই লাইনে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ গামী একটি ফলকনামা এক্সপ্রেস চলে আসে। দুর্ঘটনাগ্রস্ত ওই সময় লাইন থেকে সরে আসার সময় পাননি। আর তখনই দ্রুতগতির রেলে কাটা পড়ে মৃত্যু হল তাদের। এই ঘটনা দেখতে পেয়ে রেল পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ।তবে এই ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে ।আর এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাছাড়া লাইনে কাজ করার সময় কিভাবে ওই লাইনে দ্রুতগতির ট্রেন চলে আসে তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। রেলের সূত্রের খবর রেলকর্মী হলেন নিপেন পাল বাপি নায়ক কাদের বাড়ি খড়গপুরের কৌশল্যা ও বুলবুল চটি এলাকায় ।অপর একজন হলেন মানিক মন্ডল তার বাড়ির এলাকায় ডেবরা এলাকায়। তবে আহত ওই কর্মীর নাম কিষন বেসরা তার বাড়ি রাধামোহনপুর এলাকায় ।এই ঘটনা নিয়ে উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রেল কর্তৃপক্ষ বলে জানা যায়।
No comments