Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটের সময় একনজরে নন্দীগ্রাম ভোট ফুরোলেই অন্য গ্রাম?

নন্দীগ্রামে ভোট পর্ব শেষ হয়েছে রাজনৈতিক উত্তাপ চলছিল নন্দীগ্রাম সহ সারা রাজ্যের মধ্যে চতুর্থ দফা শেষে কিছু কিছু জায়গায় রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। এখনও চার দফা নির্বাচন বাকি রয়েছে ।সকলের নজর ছিল নন্দীগ্রামের দিকেই ।পাঁচ বছর বি…

 





নন্দীগ্রামে ভোট পর্ব শেষ হয়েছে রাজনৈতিক উত্তাপ চলছিল নন্দীগ্রাম সহ সারা রাজ্যের মধ্যে চতুর্থ দফা শেষে কিছু কিছু জায়গায় রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। এখনও চার দফা নির্বাচন বাকি রয়েছে ।সকলের নজর ছিল নন্দীগ্রামের দিকেই ।পাঁচ বছর বিধায়ক ছিলেন তিনি এবারও প্রার্থী শুধু দলের পরিবর্তন। আর রাজ্যে ক্ষমতায় রয়েছেন তিনি এবারের স্বয়ং মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বিধানসভার প্রার্থী। দুই হেভিওয়েট প্রার্থী এবং তার সাথে সংযুক্ত মোর্চা অর্থাৎ দীর্ঘ ৩৪ বছর যে রাজ্যে ক্ষমতায় ছিল কেবলমাত্র নন্দীগ্রামের উন্নয়ন শিল্পকে নিয়ে এই সরকারকে চলে যেতে হয়েছিল। মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবারে নন্দীগ্রামে বিধানসভার প্রার্থী হয়েছেন।  জেলার সকলের আশা পূর্ব মেদিনীপুর জেলার  নন্দীগ্রাম থেকেই মুখ্যমন্ত্রী হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি এবারে শপথ গ্রহণ অনুষ্ঠান নন্দীগ্রামে করবেন আর উন্নয়ন কি সত্যি হবে।
মুখ্যমন্ত্রী এই ঘোষণা শুধু ঘোষণায় হয়ে গেল ভোট শেষ হতেই সবার নজর এখন অন্য জেলার দিকে আর সেই নন্দীগ্রামে দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে রয়েছে প্রচণ্ড দাবদাহে মানুষ পানীয় জল পাচ্ছেনা এলাকার প্রধানকে বলেও কাজ হয়নি বলে এলাকার মানুষ জানালেন নির্বাচন আর নিজেদের দল আগামী দিনে এলাকার উন্নয়ন করতে গেলে মানুষের পাশে থাকা আগামী২ মে ভোট গণনা হবে। নন্দীগ্রাম এলাকার মানুষের রায় জমা রয়েছে ভোট বাক্সে । কি বলবে আগামীদিনের উন্নয়ন না অন্য কিছু।
শান্তিপুর দক্ষিণ পাড়ার বুথের কল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। এলাকার  প্রধান সেলিম আলী কে বলেও কোন কাজ হয়নি। গ্রীষ্ম দাবদাহ চলছে চলছে।এলাকার মানুষের কথা ভেবে কলটি সারানো দরকার।

No comments