নন্দীগ্রামে দুই হেভিওয়েটের বিরুদ্ধে তরুণ মুখে ভরসা রাখল সংযুক্ত মোর্চা। ডিওয়াইএফআই-র রাজ্য সভানেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) প্রার্থী করল সিপিএম। ইতিমধ্যেই প্রথম দু'দফা প্রার্থীতালিকা ঘোষণা করেছে বাম-কংগ্র…
নন্দীগ্রামে দুই হেভিওয়েটের বিরুদ্ধে তরুণ মুখে ভরসা রাখল সংযুক্ত মোর্চা। ডিওয়াইএফআই-র রাজ্য সভানেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) প্রার্থী করল সিপিএম। ইতিমধ্যেই প্রথম দু'দফা প্রার্থীতালিকা ঘোষণা করেছে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। তবে নন্দীগ্রাম আসনটি ফাঁকা রাখা হয়েছিল।
নন্দীগ্রাম আসনে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে চ্যালেঞ্জ করে শিশিরপুত্র (Suvendu Adhikari)। 'আমি কথা দিলে কথা রাখি' বলে শুধু নন্দীগ্রামে লড়াইয়ের কথা ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। পদ্ম শিবিরের প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক আবার ওই কেন্দ্রে মমতাকে পঞ্চাশ হাজার ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন। আচমকাই রাজ্য রাজনীতিতে আলোচ্য কেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে ৪০% সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে আসনটি আইএসএফ-কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম। পরে সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) জানিয়ে দেন,'নন্দীগ্রাম আমরা ফাঁকা রেখেছি। পরে ঠিক করব। নন্দীগ্রাম এখন হেভিওয়েট কেন্দ্র হয়েছে।'
'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরেভূমিপুত্র কে চায় নন্দীগ্রাম পোস্টার পড়েছে বিভিন্ন এলাকায়।নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে 'মেয়ে'কেই প্রার্থী করার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন। ভোট রাজনীতিতে নবাগতাকে (Minakshi Mukherjee) নামিয়ে দেওয়া হল দুই হেভিওয়েটের বিরুদ্ধে। সিপিএমের এক নেতার কথায়,'বাংলা নিজের মেয়েকে চায়। তবে স্বচ্ছ ভাবমূর্তির, তরুণ মুখকে।' বলে রাখি, যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন তৎকালীন যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে, হেভিওয়েটকে মাত দেওয়ার ইতিহাস বাংলার রাজনীতে রয়েছে। 'মিরাক্কেল' কি হতে পারবেন মিনাক্ষী?
No comments