Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ার মাইশোরার সিপিআই এম নেতা জামসেদ আলি তৃনমূলে যোগদান করলেন

ভোটের দিন যত এগোচ্ছে দলবদলের খেলা চলছে রীতিমতো সর্বত্র। বুধবার পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের মাইশোরা এলাকার সিপিআই এম নেতা জামসেদ আলি দলবল করে তৃনমূলে যোগদান করলেন।এদিন পাঁশকুড়া ১০ নম্বর ওয়ার্ড প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্…

 






ভোটের দিন যত এগোচ্ছে দলবদলের খেলা চলছে রীতিমতো সর্বত্র। বুধবার পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের মাইশোরা এলাকার সিপিআই এম নেতা জামসেদ আলি দলবল করে তৃনমূলে যোগদান করলেন।এদিন পাঁশকুড়া ১০ নম্বর ওয়ার্ড প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের বাড়ির দলীয় কার্যালয়ে তাদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের জনসাস্থ কারিগরি উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র।এছাড়াও ছিলেন পাঁশকুড়া এলাকার তৃনমূল নেত্রী সুমনা মহাপাত্র।সৌমেন মহাপাত্র জানান -"জামশেদ বাবু দীর্ঘদিন ধরে বামপন্থী নেতা। তিনি বহু পদে ওদের থেকেছেন। তার অনেক অনুগামী পশ্চিম পাঁশকুড়ায় রয়েছেন। আজকে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নীতি-আদর্শে আস্থা রেখে বাংলার উন্নয়ন কে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে আজকে তিনি আমাদের দলে যোগদান করলেন।জামসেদ বাবু প্রায় ৫০০ কর্মীনিয়ে যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। তাদের সঙ্গে এক হয়ে আমাদের তৃণমূল কংগ্রেস সমৃদ্ধ হবে। পশ্চিম পাঁশকুড়া কে রাজনৈতিক দিক থেকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাব আমি এই আশা রাখছি।'সবমিলিয়ে জামসেদ বাবুর যোগদানে তৃনমূল কংগ্রেস ভোটের সময় বাড়তি অক্সিজেন পেলো বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বরা

No comments