Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শেষ প্রচার করে ফেরার পথেই আক্রান্ত হলেন ময়না বিধানসভার প্রার্থী অশোক দিন্ডা

শেষ পর্যায়ের কর্মসূচি করে ফেরার পথেই আক্রান্ত হলেন ময়না বিধানসভার প্রার্থী অশোক দিন্ডা। প্রসঙ্গত মঙ্গলবার সকালে প্রার্থী অশোক দিন্ডার হয়ে প্রচারে আসেন রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।তারপর অশোক দিন্ডা তার কর্মসূচি শেষ করে বাড়ি ফিরছিলে…

 





শেষ পর্যায়ের কর্মসূচি করে ফেরার পথেই আক্রান্ত হলেন ময়না বিধানসভার প্রার্থী অশোক দিন্ডা। প্রসঙ্গত মঙ্গলবার সকালে প্রার্থী অশোক দিন্ডার হয়ে প্রচারে আসেন রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।তারপর অশোক দিন্ডা তার কর্মসূচি শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তাকে ফাঁকে পেয়ে ময়নার বাজারে কয়েকজন ব্যক্তি হঠাৎ করেই তার রাস্তা ঘেরাও করে।তারপরেই শুরু হয় ঈট বৃষ্টি। হঠাৎ করে একটি ইটের টুকরো গাড়ির পেছনে লাগে।এবং অশোক দিন্ডা ও তার সহকারীরা আক্রান্ত হয়।এই বিষয়ে বিজেপি প্রার্থী অশোক দিন্ডা বলেন-"আমরা প্রোগ্রাম করে ফিরছিলাম বিকেল ৪ টে নাগাদ শেষ প্রোগ্রাম ছিল প্রচারের। কিছু ব্যক্তি ময়নার বাজারে হঠাৎ করেই রাস্তায় ঘেরাও করে।পেছন থেকে একটা ইটের টুকরো এসে আমার ঘাড়ে লাগে, গাড়ি ভাঙচুর করে আমার ভাইয়ের হাত কেটে গিয়েছে এবং বিভিন্ন লোকের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে, কোন রকমে পালিয়ে এসেছি। উনি এও বলেন এরা সন্ত্রাস ছড়াচ্ছে, এটাই তো এদের পরিচয়, এরা টিএমসি তাই এরা মারতে পারে আমরা তো মানুষ, আমরা তো হিংস্র নয়, এবারে পাবলিক বুঝবে যে পাবলিক কি করবে।আমি এই মুহূর্তে জীবন বাঁচাতে  বিডিও অফিসে এসে বসেছি।"





No comments