পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কুরবান শা খুনের মামলায় মঙ্গলবার ৩টা ৪৫ নাগাদ আনিসুরের মামলা প্রত্যাহার করেছিল রাজ্য সরকার।কিন্তু হাইকোর্টের নির্দেশ ক্রমে সেই মামলা প্রত্যাহার করা যাবেনা এবং আসামি কে পুনরায় গ্রেপ্তার করতে হবে…
পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কুরবান শা খুনের মামলায় মঙ্গলবার ৩টা ৪৫ নাগাদ আনিসুরের মামলা প্রত্যাহার করেছিল রাজ্য সরকার।কিন্তু হাইকোর্টের নির্দেশ ক্রমে সেই মামলা প্রত্যাহার করা যাবেনা এবং আসামি কে পুনরায় গ্রেপ্তার করতে হবে জানানো হয়েছিল। মঙ্গলবার কোলাঘাট থেকে গ্রেপ্তার করা হয় আনিসুর রহমানকে।সেইমতো বুধবার পূনরায় কোর্টে তোলা হয়েছিল আনিসুর রহমানকে।বিজেপি নেতা আনিসুর রহমান বলেন-" যে এতদিন যে বিজেপি দল অভিযোগ করতেন যে বিজেপি দল করার জন্য আনিসুর রহমানকে কুরবান সা হত্যাকাণ্ডের ফাঁসানো হয়েছে সেই বিজেপি দল আজ যখন রাজ্য সরকারের দেওয়া অভিযোগ তুলে নিয়েছে তখন তাকে সাধুবাদ না জানিয়ে চুপ রয়েছেন। এবং যে দিন এই হত্যাকাণ্ডটি হয় সেই দিন আমি কিন্তু মুকুল রায়ের বাড়িতে ছিলাম। তাই আমি আজ বিজেপি দল
ছাড়লাম এমনই জানালেন বিজেপি নেতা আনিসুর রহমান।আনিসুর রহমান আরো বলেন যে হাকডাক গুড়গুড় করে লাভ নেই। আমার মনের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নেই ইচ্ছাও নেই। মন্ত্রী কিংবা ৩৫ টা পদের কোন দরকার নেই। শুধু মানুষের জন্যই কাজ করতে চেয়েছিলাম। আমাকে তৃণমূল কংগ্রেস করতে দেয়া হয়নি। মানুষের জন্য কাজ করতে গেলে যে কোন একটা প্লাটফর্ম দরকার হয়। এখন প্রশ্ন হল একদিকে মানবিকতা মমত্ববোধ, ধাপ্পাবাজি ইউটার্ন এর লড়াই চলছে। রাজ্য সরকার এই মামলা প্রত্যাহার করেছে। তাই এখানে আমার কোন ভূমিকা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুরবান তার স্ত্রী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। অত্যন্ত দুঃখজনক। প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। কিন্তু তা না করে শুধু শুধু আমাকে ফাঁসানো হয়েছে এই খুনের মিথ্যা মামলায়। এটা এখনো পর্যন্ত বিচার বিভাগীয় বিষয়।এতোদিন কিছু না বললেও আজকে তাই বলতে বাধ্য হচ্ছি, এতদিন যারা বলে এসেছিলেন যে, আনিসুর রহমানকে বিজেপি করার জন্যই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সেদিন কিন্তু আমি মুকুল রায়ের বাড়িতেই ছিলাম। আমি আশা করেছিলাম তাই যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই রায়কে বিজেপি সম্মান করবে, স্বাগত জানানো উচিত। কিন্তু তা না করে রাজ্য সরকার দেখিয়ে যখন এই মামলা প্রত্যাহার করেছে তখন তার বিরুদ্ধে করা হচ্ছে। কবি নজরুলের দেশ এই বাংলা আর মমতা সে বাঙালির ঘরে।"
No comments