বালি স্টেশনে খোঁজ মিলল নবান্ন অভিযানে গিয়ে হারিয়ে যাওয়া পাঁশকুড়ার বাম কর্মী দীপক পাঁজার
অবশেষে ২৩ দিন পর পাঁশকুড়া র বাহারপোতা গ্রামের নিখোঁজ সিপিএম কর্মী দীপক পাঁজা কে খুঁজে পাওয়া গেল হাওড়া বালি থেকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে …
বালি স্টেশনে খোঁজ মিলল নবান্ন অভিযানে গিয়ে হারিয়ে যাওয়া পাঁশকুড়ার বাম কর্মী দীপক পাঁজার
অবশেষে ২৩ দিন পর পাঁশকুড়া র বাহারপোতা গ্রামের নিখোঁজ সিপিএম কর্মী দীপক পাঁজা কে খুঁজে পাওয়া গেল হাওড়া বালি থেকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে দীপক পাঁজা কে খুঁজে বার করতে সক্ষম হয়েছে সিপিআইএম। আগামীকাল সিপিআইএম পার্টির তরফ থেকে দীপক পাঁজা কে তার পরিবারের হাতে তুলে দেবে। সিপিএমের নবান্ন অভিযান এ গিয়ে হারিয়ে গিয়েছিলেন বাহারপোতা গ্রামের দীপক পাঁজা। এক প্রকার বিধানসভা ভোটের আগে দীপক পাঁজা কে খুঁজে পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস সিপিএমের।
No comments