Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রেম এসেছে মনে - বীথিকা পড়ুয়া মহাপাত্র

ঝরা পাতার মতো অবসাদ ঘাঁটি গেড়ে বসতে চেয়েছিল সারা উঠোনে,ওর চোখে ছিল দুরভিসন্ধি,মনকে দিতে চায় পুড়ে!পত্রপাঠ বিদায়ের বানী দিয়েছি ভরে।উচ্চাকাঙ্ক্ষা বলেছিল হাত বাড়ালেইএভারেস্টের সুউচ্চ শৃঙ্গ!অঙ্গপ্রত্যঙ্গে বাজছিল ওর অহংকারী তূর্…

 




ঝরা পাতার মতো অবসাদ ঘাঁটি গেড়ে 

বসতে চেয়েছিল সারা উঠোনে,

ওর চোখে ছিল দুরভিসন্ধি,

মনকে দিতে চায় পুড়ে!

পত্রপাঠ বিদায়ের বানী দিয়েছি ভরে।

উচ্চাকাঙ্ক্ষা বলেছিল হাত বাড়ালেই

এভারেস্টের সুউচ্চ শৃঙ্গ!

অঙ্গপ্রত্যঙ্গে বাজছিল ওর অহংকারী তূর্য!

হাতে ছিল চিহ্নিত খতিয়ান,

পত্রপাঠ হয়েছি সাবধান!

স্বপ্ন এসেছিল,মাথার দুপাশে ফুলের বিনুনি,

গালে হাসিমাখা টোল,

বললাম"আকাশকুসুম নয়তো?"

স্বপ্ন বললো, দুহাতে এনেছি মাটি-মানুষের গল্প,

কর্ম ই সব,থাকবো খানিক,সময় আমার অল্প!

অধরা মাধুরী,চলেই যাবে?

মনটা আমার মুচড়ে উঠলো যেই

প্রেম বললো "ফুল এনেছি চাই?"

ফুল তো আমার ভীষন প্রিয়,

যদি পারো উদারতা দিয়ো!

প্রেম বললো"উদার হতে চাই,

কিন্তু ঈর্ষা তর্জনী তুলবেই!

প্রেমকে বলি"এসো, তোমার চোখে স্বপ্ন রাখি

স্বপ্ন বললো"চোখ খুলো না, খুললেই সব ফাঁকি!"

প্রেম এসেছে মনে,

বসন্তরাজ বুনছে স্বপন

প্রেম ফাগুয়ার বনে!




No comments