Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা তৃণমূল বিজেপির সভা ঘিরে তুমুল গন্ডগোল

সন্ধ্যায় সুতাহাটার কুকড়াহাটি পুরনো বাসস্ট্যান্ডে বিজেপির সভায়  হামলা অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, এদিন বিজেপির সভা থেকে তৃণমূল প্রার্থী স্বপন নস্করের জাত তুলে গালিগালাজ করে বিজেপি এবং হুমকি দেওয়া হয়। স…

 




সন্ধ্যায় সুতাহাটার কুকড়াহাটি পুরনো বাসস্ট্যান্ডে বিজেপির সভায়  হামলা অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, এদিন বিজেপির সভা থেকে তৃণমূল প্রার্থী স্বপন নস্করের জাত তুলে গালিগালাজ করে বিজেপি এবং হুমকি দেওয়া হয়। স্থানীয় মানুষজন তার প্রতিবাদ করেন। বিজেপির সভায় হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল থেকে এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে সন্ধে নাগাদ পথসভার আয়োজন করে বিজেপি। সেই সভায় হাতে গোনা কয়েকজন সমর্থক চেয়ারে বসে ছিলেন। তৃণমূল প্রার্থী স্বপনবাবু বলেন, মাইকে নব্য বিজেপি নেতা শ্যামল মাইতি বক্তব্য রাখার সময় আমাকে 'পোদের বাচ্চা' বলে গালিগালাজ করে এবং ৩নম্বর ওয়ার্ডে পুঁতে ফেলার হুমকি দেয়। সেই হুমকি দূর থেকে নিজের কানে শুনেছি। স্থানীয় মানুষজন তার প্রতিবাদ করেন। সুতাহাটা থানায় এনিয়ে অভিযোগ করেছি। শ্যামল মাইতি বলেন, ওদের প্রচারে লোকজন না থাকায় আক্রমন করেছে। ওরা গতবার যেমন ছাপ্পা দিয়েছিল একথা বলায় হামলা করেছে। কমিশনের কাছে অভিযোগ হয়েছে।





No comments