মহিষাদল বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন ভূমিপুত্র তিলক চক্রবর্তী।
মহিষদলে দুই দশক পরে ভূমিপুত্র কে প্রার্থী হিসাবে পেয়ে খুশি মহিষাদল বাসী।প্রার্থীকে সাথে নিয়ে প্রচারে নেমে পড়ল এলাকা বাসী।উক্ত প্রচার মিছিলে উপস্থিত …
মহিষাদল বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন ভূমিপুত্র তিলক চক্রবর্তী।
মহিষদলে দুই দশক পরে ভূমিপুত্র কে প্রার্থী হিসাবে পেয়ে খুশি মহিষাদল বাসী।প্রার্থীকে সাথে নিয়ে প্রচারে নেমে পড়ল এলাকা বাসী।উক্ত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী তিলক চক্রবর্তী তার সাথে উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি পার্থ সারথি মাইতি ও সাথে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ।পার্থ সারথি মাইতি ও অর্নব দেবনাথ দুই জনে মিছিলে শেষে প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মহিষাদল তৃণমূল কংগ্রেস ভবনের।
তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি শিউলি দাস সহ অন্যান্য উপস্থিত থেকে প্রার্থী তিলক চক্রবর্তী কে ফুল দিয়ে সম্বর্ধনা করেন।
No comments