পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধান সভার ভাজাউলিতে পিকের টিমকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী।তাদের দাবী এই কেন্দ্রে তৃণমূলের উপযুক্ত প্রার্থী না দিয়ে অন্য জনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল।সেই সিদ্ধান্তের ব…
পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধান সভার ভাজাউলিতে পিকের টিমকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী।তাদের দাবী এই কেন্দ্রে তৃণমূলের উপযুক্ত প্রার্থী না দিয়ে অন্য জনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল।সেই সিদ্ধান্তের বিক্ষুব্ধেই এমন ক্ষোভ।শুধু তাই নয় আড়গোয়াল রাজ্য সড়কের দশ ফুকারের কাছে পথ অবরোধ করেছে তৃণমূল। নন্দমাইতি ও বিকাশ বেজের লোকজন এই বিক্ষোভ এ সামিল হয়েছে।যাকে প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে সেই প্রার্থীকে মেনে নিতে নারাজ বিকাশ বেজ ও নন্দ মাইতির অনুগামীরা।গতকাল ও এলাযকায় বিক্ষোভ দেখিয়েছিল। যার কারণে আজ পিকের টিম তাদের সাথে কথা বলতে গেছিল।ভাজাচাউলিতে পৌঁছালেই বিক্ষোভ দেখান কর্মীরা।
No comments