Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বিধানসভা এলাকায় ড্রপবক্স নিয়ে বিজেপি কর্মী

ভারতীয় জনতা পার্টির( বিজেপি))র উদ্যোগে হলদিয়া বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নেমেছেন র্বিজেপি কর্মী।এলাকর মানুষের সমস্যা কি তা লিখে তাদের হাতে রয়েছে ড্রপবক্স, সে জন্য এলাকার ভোটারদের কাছ থেকে মতামত ড্রপবক্সে ফেলানোর জন্…

 






ভারতীয় জনতা পার্টির( বিজেপি))র উদ্যোগে হলদিয়া বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নেমেছেন র্বিজেপি কর্মী।এলাকর মানুষের সমস্যা কি তা লিখে তাদের হাতে রয়েছে ড্রপবক্স, সে জন্য এলাকার ভোটারদের কাছ থেকে মতামত ড্রপবক্সে ফেলানোর জন্য এবং হলদিয়া এলাকা ভারতীয় জনতা পার্টি কি কি করণীয়।  এলাকার সমস্যা সহ অন্যান্য বিষয়  লিখে ড্রপবক্সে ফেলানোর জন্য ড্রপবক্স নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি কর্মীরা।আসন্ন বিধানসভা নির্বাচন দিন স্থির হয়েছে নমিনেশন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু শাসকদল বিরোধীদল কেউ নাম প্রকাশ করেননি।কেন্দ্রের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অনেক মন্ত্রী এসেছেন হলদিয়া তে গৃহ সম্পর্ক কর্মসূচিতে। কেন্দ্রীয় নেতৃত্ব  দলীয়  কর্মীদের সঙ্গে সভা করেছেন,হলদিয়া বিধানসভার মানবিক মুখ প্রদীপ বিজলী। হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ড এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতির চারটি ব্লকে গিয়ে বুথে বুথে এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার হিসেবে আম্ফানের সময় যাদের ঘর ভেঙে ছিল তাদের ত্রিপল এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন।
বিজ্ঞাপন


শীতের সময় শীতবস্ত্র এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য স্কুলের বই খাতা পেন্সিল এবং ব্যাগ হাতে তুলে দিয়েছিলেন। দলের এক কর্মী বললেন দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি ঠিক কিন্তু যে মানুষটি সাধারণ মানুষের পাশে দীর্ঘ কয়েক বছর আছেন তিনি প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন, তিনি হলেন প্রদিপ বিজলী।

 বিজ্ঞাপন

তা হলেই কি দলের সম্ভাব্য  প্রার্থী প্রদীপ বিজলী। সে নিয়ে এখন জল্পনা রয়েছে যত সময় পর্যন্ত দলের পক্ষ থেকে প্রার্থী নাম প্রকাশ না হয় সেজন্য দেওয়াল লিখন কাজ বন্ধ রেখেই দেওয়াল দখল প্রতিক দিয়ে। 
বিজ্ঞাপন
 

বাড়ি বাড়ি ভারতীয় জনতা পার্টির কর্মী  সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়ার জন্য ড্রপবক্স হাতে নিয়ে পৌছে গেলেন ভারতীয় জনতা পার্টি কর্মীরা।
বিজ্ঞাপন


No comments