Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলাদের পরিচালিত বুথের সংখ্যা পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বেশি

এবার পূর্ব মেদিনীপুর জেলাতে  রাজ্যের মধ্যে সবচেয়ে মহিলা পরিচালিত বুথে ভোট নেওয়া হবে। জেলার মোট মহিলাদের বুথের সংখ্যা ৮৪৮টি। তার মধ্যে প্রথম দফায় ৩৪৪ এবং ১লা এপ্রিল দ্বিতীয় দফায় আরো ৫০৪টি বুথে শুধুমাত্র মহিলা ভোট কর্মীরা  থাক…

 




এবার পূর্ব মেদিনীপুর জেলাতে  রাজ্যের মধ্যে সবচেয়ে মহিলা পরিচালিত বুথে ভোট নেওয়া হবে। জেলার মোট মহিলাদের বুথের সংখ্যা ৮৪৮টি। তার মধ্যে প্রথম দফায় ৩৪৪ এবং ১লা এপ্রিল দ্বিতীয় দফায় আরো ৫০৪টি বুথে শুধুমাত্র মহিলা ভোট কর্মীরা  থাকবেন। একথা জানিয়েছেন জেলা শাসক স্মিতা পান্ডে। জেলা ১৬ বিধানসভার মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫৬৪৭ তারমধ্যে মেন বুথের সংখ্যা ৪৩৫৪টি। অক্সিলিয়ারী বুথের সংখ্যা ১২৯৩ টি ।জেলার মোট ভোটার ৪০ লক্ষ ৪৭ হাজার ১৮৮ জন। এদের মধ্যে সার্ভিস ভোটার ৬৬৮১ জন ।এবার পর্যাপ্ত সংখ্যক পুরুষ ভোট কমী না থাকায় অনেক মহিলা পরিচালিত বুথ তৈরি পরিকল্পনা নেয়া হয়েছিল। সেই মতো মহিলা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় ।প্রথম দফায় ২৪৩৭ ভোট গ্রহণ কেন্দ্র ভোট নেয়া হবে। তার মধ্যে ৩৪৪ টি কেন্দ্রে শুধুমাত্র মহিলা ভোটকর্মীরাই থাকবেন।


No comments