আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্র করে জেলাও রাজ্য রাজনীতি এখন সরগরম। তারই মধ্যে গত ১০ মার্চ মমতা ব্যানার্জির নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে নির্বাচনীয় প্রচারের সময় পায়ে চোট লাগে তাতেই অসুস্থ হয়ে পড়েন।
তার জেরে পা ভেঙে যায় মমত…
আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্র করে জেলাও রাজ্য রাজনীতি এখন সরগরম। তারই মধ্যে গত ১০ মার্চ মমতা ব্যানার্জির নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে নির্বাচনীয় প্রচারের সময় পায়ে চোট লাগে তাতেই অসুস্থ হয়ে পড়েন।
তার জেরে পা ভেঙে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য রাজনীতিতে নতুন মোড় নেয় নিরাপত্তা নিয়ে। আর সেই নিরাপত্তার' যেরে অপসারিত হলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ কে অপসারিত করেছেন নির্বাচন কমিশনার।নতুন পুলিশ সুপার হলেন সুনীল যাদব। একপ্রকার ভোটের মুখে অপসারিত জেলা প্রশাসক। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে সাসপেন্ড করা হল।এমনই এক বিবৃতিতে জানান নির্বাচন কমিশনার।
No comments