সুতাহাটা রামচন্দ্রপুর মাজারে বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার মমতা ব্যানার্জীর মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন নস্কর, এছাড়াও সাথে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নবদেবনাথ,…
সুতাহাটা রামচন্দ্রপুর মাজারে বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার মমতা ব্যানার্জীর মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন নস্কর, এছাড়াও সাথে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব
দেবনাথ, হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি অমিত প্রামাণিক সহ অনান্য নেতৃত্ব বৃন্দ।উক্ত অনুষ্ঠানে সারারাত ধরে ধর্মীয় ইসলামীক জলসা অনুষ্ঠিত হয়।উক্ত জলসায় সারা জেলা জুড়ে লোকজন এসে অংশ গ্রহণ করেন এবং জেলার বাইরে থেকে ও অনেক বড়ো বড়ো ধর্মীয় বক্তারা এসে ধর্মীয় বক্তব্য রাখেন।উক্ত মাজার টি পীর জাদা হাজি রুস্তম আলী সাহেবের নামে পরিচিত।বর্তমানে উক্ত অনুষ্ঠানটি উরুষ মোবারক নামে প্রচলিত।বর্তমানে মাজারের দায়িত্বে রয়েছেন পীরজাদা মতোআলি সাহেব।
No comments