পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে সভা করার পর ফের কোলাঘাটের রাইনে বিপ্লব রায়চৌধুরীর সমর্থনে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন -"এই কাঠফাটা রৌদ্রকে উপেক্ষা করে এই সভাতে যারা এসেছেন তারা…
পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে সভা করার পর ফের কোলাঘাটের রাইনে বিপ্লব রায়চৌধুরীর সমর্থনে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন -"এই কাঠফাটা রৌদ্রকে উপেক্ষা করে এই সভাতে যারা এসেছেন তারা ঠিক করে নিয়েছেন ১লা এপ্রিল ভারতীয় জনতা পার্টিকে এপ্রিল ফুল করবেন এবং জোড়াফুল প্রতীক চিহ্নের পার্থীকে জয়যুক্ত করবো। প্রধানমন্ত্রী ৫০ দিন সময় চেয়েছিলেন কালো টাকাকে ঠিক করবে বলে আজকে ৫ বছর হয়ে গেছে।যে ৫০ দিন বলে কথা রাখতে পারেনি সে ৫০০ বছরেও কথা রাখতে পারবেনা। প্রধানমন্ত্রী আমাকে গালাগালি দিচ্ছে, মুখ্যমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো ২৫ কোটি মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন।আপনি আমাকে গালাগালি দিন দরকার পড়লে আরো ১০ টি গালাগালি দিন কিন্তু বাংলার মানুষ আপনার কী ক্ষতি করেছে।বাংলার মনিষীদের মূর্তি যারা ভাঙছে তাদের আপনি বড় বড় পদ দিচ্ছেন।যার রাজ্য গণধর্ষণ ও নারী নির্যাতনের শীর্ষে সে আমাদের এসে শেখাবে দেশ কীভাবে চালাতে হবে।আপনি চান আপনার ভবিষ্যৎ দিল্লি থেকে ঠিক করে দেবে না আপনি চান বাংলার মেয়ে যেভাবে পরিচালনা করেছিল সে আরো ৫ বছর পরিচালনা করবেন।একদিকে বড় বড় ভাষন আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন।
No comments