Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপি-কে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক- জ্যোতির্ময় কর

বিজেপি-কে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। সর্দার বল্লভভাই পটেলের নামাঙ্কিত স্টেডিয়ামের নাম পাল্টে হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিজেপি ক্ষমতায় এলে কাঁথির নাম পাল্টে দিতে পারে।কিন্তু গ্যাস - পেট্রলের দাম কমবেনা।এলাকার নাম বদল…

 






বিজেপি-কে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। সর্দার বল্লভভাই পটেলের নামাঙ্কিত স্টেডিয়ামের নাম পাল্টে হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিজেপি ক্ষমতায় এলে কাঁথির নাম পাল্টে দিতে পারে।কিন্তু গ্যাস - পেট্রলের দাম কমবেনা।এলাকার নাম বদলানো জরুরি নাকি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সেটা চিন্তা করে আপনাকে ভোট দিতে হবে ।সোমবার কাঁথি পৌরসভার ১৩নং ওয়ার্ডের সুপার মার্কেটে পাড়া বৈঠকী সভায় এই কথা বলেন দক্ষিন কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর ।

এই সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি পৌরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতি,প্রশাসক মন্ডলীর সদস্য সুবল মান্না,কাঁথি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুমিত পট্টনায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় সিপিএম ছেড়ে নিজের সমর্থকদের নিয়ে তৃনমূলে যোগদান করেন জাহাঙ্গীর মহম্মদ।

দক্ষিন কাঁথির প্রার্থী জ্যোতির্ময় কর বলেন আমরা উন্নয়নের কথা বলবো।আর ওরা বলবে হিন্দু-মুসলমানের কথা।আমরা বলবো সুমন-জাহাঙ্গীরদের সমস্যার কথা।আর ওরা বলবে পাকিস্থান -বাংলাদেশের কথা।তাই আপনাদেরকেই ঠিক করতে হবে ২৭ মার্চ জোড়াফুলকে ভোট দেবেন নাকি অন্য কোথাও।শুধু মনে রাখবেন মমতা ব্যানার্জীর সরকার আপনার মাথার উপর থেকে সরে যাওয়া মানে স্বাস্থ্যসাথী- কন্যাশ্রী - রূপশ্রী -খাদ্যসাথী-সমব্যাথীর মত সামাজিক প্রকল্প গুলো বন্ধ হয়ে যাবে।তখন মেয়ের পড়াশুনা-বিয়ের খরচের জন্যে কার কাছে ছুটে যাবেন।

জ্যোতির্ময় কর বলেন বিজেপি ক্ষমতাসীন উত্তর প্রদেশে সারা দেশের মধ্যে নারী নির্যাতন সবচেয়ে বেশী,ত্রিপুরায় শিক্ষকেরা বেতন পায়না ছাগল পালনের পরামর্শ দিচ্ছে সেখানকার নেতারা,আসামে এদের অত্যাচারে হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই বিদ্রোহী। 

নির্বাচনের সময়ে বাংলার বাহিরে থেকে আসা পরিযায়ী বিজেপি নেতাদের মিথ্যা প্রলোভনে না ভেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান জ্যোতির্ময় কর।

এদিনের সভাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মত ।স্থানীয় নেতৃত্বদের মধ্যে সভায় ছিলেন শেখর রায়, অমর  মাইতি, সুধাংশু মণ্ডল, কচি ভট্টাচার্য ,বিনোদ চন্দ ,শুভেন্দু মিশ্র ,অতনু মিশ্র, দিব্যজ্যোতি গিরি ,দেবরাজ দাস ,পার্থপ্রতিম পাল প্রমুখ  ।


No comments