ভোটের আগে ফের ভাঙন রাজ্যের শাসকদলের। এবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল নেতা অমলেশ পাহাড়ি -সহ শতাধিক কর্মী দলত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। এ দিন এগরা-২ বালিঘাই বারোয়ারীতলায় আয়োজি…
ভোটের আগে ফের ভাঙন রাজ্যের শাসকদলের। এবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল নেতা অমলেশ পাহাড়ি -সহ শতাধিক কর্মী দলত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। এ দিন এগরা-২ বালিঘাই বারোয়ারীতলায় আয়োজিত বিজেপির এক কর্মী সম্মেলনে তাঁরা বিজেপিতে যোগদান করেন। এ দিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ও ২১৮ এগরা বিধানসভার বিজেপি প্রার্থী অরুপ দাশ। উপস্থিত ছিলেন এগরা-২ ব্লকের পশ্চিম মন্ডলের সভাপতি চন্দন বেরা ও জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শ্রাবন্তী বেরা ও যুব মোর্চার সভাপতি বলরাম গিরি - সহ শীর্ষ নেতৃত্ব। দীর্ঘ কয়েক দশক ধরে অমলেশ পাহাড়ি তৃণমূলে আসীন থেকে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার তৃণমূলের জেলা বা ব্লক শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে আচমকাই দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করলেন। তাঁর বিজেপিতে যোগদানের ফলে এগরা বিধানসভা এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও অমলেশবাবু জানিয়েছেন, এখন থেকে তিনি বিজেপির নীতি, আদর্শকে মেনে এলাকার জন্য কাজ করবেন। পাশাপাশি তিনি তৃণমূলকে উৎখাত করার হুঁশিয়ারিও দেন।
No comments