হলদিয়া বিধানসভার কুকড়াহাটিতে গতকাল প্রধানমন্ত্রীর "মন কি বাত" অনুষ্ঠান হওয়ার পরে রাতের অন্ধকারে কুকড়াহাটির তেল পাম্পে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর পোস্টার দুষ্কৃতকারীরা ছিঁড়ে দেয়।পোস্টার ছিঁড়া নিয়ে রীতিমতো এলাকায…
হলদিয়া বিধানসভার কুকড়াহাটিতে গতকাল প্রধানমন্ত্রীর "মন কি বাত" অনুষ্ঠান হওয়ার পরে রাতের অন্ধকারে কুকড়াহাটির তেল পাম্পে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর পোস্টার দুষ্কৃতকারীরা ছিঁড়ে দেয়।পোস্টার ছিঁড়া নিয়ে রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়েছে। সরকারি জায়গায় নেতা-নেত্রী এবং সরকারি হডিং খুলে নেওয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে।প্রধানমন্ত্রী মন কি বাত প্রোগ্রামে বক্তব্য শোনার জন্য ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটি ক্যাম্প হয়েছিল। এবং রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী ফ্লেক্স ছেঁড়া কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।বিজেপি নেতৃত্ব প্রদীপ বিজলী বলেন শাসকদলের পায়ের তলার মাটি না থাকার জন্য আমাদের দলের ফ্লাগ ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে।
No comments