আসন্ন বিধানসভা নির্বাচনে হলদিয়া, নন্দীগ্রাম মহিষাদল বাম-কংগ্রেস জোটের প্রার্থী হলদিয়া এসডিও অফিসের নমিনেশন দিলেন। ১১ ই মার্চ বুধবার বাম কংগ্রেস সমর্থিত ,হলদিয়া সংরক্ষিত বিধানসভা মনিকা কর পাইক (সিপিআইএম), এবং মহিষাদল বিধানসভা (…
আসন্ন বিধানসভা নির্বাচনে হলদিয়া, নন্দীগ্রাম মহিষাদল বাম-কংগ্রেস জোটের প্রার্থী হলদিয়া এসডিও অফিসের নমিনেশন দিলেন। ১১ ই মার্চ বুধবার বাম কংগ্রেস সমর্থিত ,হলদিয়া সংরক্ষিত বিধানসভা মনিকা কর পাইক (সিপিআইএম), এবং মহিষাদল বিধানসভা (.আইএসএফ) বিক্রম চ্যাটার্জী জোটের প্রার্থী দুর্গাচক ক্ষুদিরাম থেকে সুবিশাল মিছিল সহকারে কর্মী-সমর্থকদের নিয়ে হলদিয়া মহকুমার শাসকের নিকট নমিনেশন জমা দিলেন। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সম্পাদক নিরঞ্জন সিহি, হলদিয়া এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য শাসমল, রিনা পাহাড়ী, পূর্বাশা সামন্ত, মহিলা নেত্রী মন্দিরা পন্ডা প্রমূখ।
No comments