Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BJP-র, প্রার্থীতালিকায় 'পিছিয়ে পড়া' মানুষের আধিক্য

বিজেপির গায়ে 'বহিরাগত' তকমা সেঁটে দিতে চাইছে তৃণমূল (TMC)। নির্বাচনের অভিমুখ হয়ে উঠেছে, 'বহারি বনাম বাঙালির লড়াই'। প্রথম দু'দফার প্রার্থীতালিকায় এই 'বহিরাগত' শব্দকে খানখান করল বিজেপি (BJP)। প্রার্থীতা…

 




বিজেপির গায়ে 'বহিরাগত' তকমা সেঁটে দিতে চাইছে তৃণমূল (TMC)। নির্বাচনের অভিমুখ হয়ে উঠেছে, 'বহারি বনাম বাঙালির লড়াই'। প্রথম দু'দফার প্রার্থীতালিকায় এই 'বহিরাগত' শব্দকে খানখান করল বিজেপি (BJP)। প্রার্থীতালিকায় উল্লেখ্যযোগ্য উপস্থিতি আদিবাসী, তপশিলি জাতি-উপজাতি শ্রেণির। নন্দীগ্রামে মমতার মুখোমুখি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডেবরায় হুমায়ন কবীরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস ভারতী ঘোষ। ময়নায় প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda)।


রবিবার ৭ই মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভা। তার আগে প্রার্থীতালিকা (BJP candidate list) প্রকাশ করা হবে না বলে খবর মিলেছিল। শনিবার সাড়ে ৬টায় দিল্লির সাংবাদিক বৈঠক করে দু'দফার নির্বাচনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি (BJP)।


বাংলার বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) ৫৬টি আসনে প্রার্থীদের নাম দেওয়া হয়েছে। একটি আসন ছাড়া হয়েছে আজসুকে। বড়জোড়া, কাশীপুর ও খড়্গপুর সদর আসনে প্রার্থী নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ৫৬ জনের প্রার্থীতালিকা ভূমিপুত্রদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। বিজেপির (BJP) দাবি, সমাজের সবস্তরের প্রতিনিধি রয়েছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নন্দীগ্রামের প্রার্থী। তাছাড়া ময়নায় অশোক দিন্দা (Ashok Dinda) ও ডেবরায় ভারতী ঘোষকে (Bharati Ghosh) প্রার্থী করা হয়েছে।  


পটাশপুর - অম্বুজাক্ষ মহান্তি

কাঁথি উত্তর - সুনীতা সিং

ভগবানপুর - রবীন্দ্রনাথ মাইতি

খেজুরি - শান্তনু প্রামাণিক

কাঁথি দক্ষিণ - অরূপকুমার দাস

রামনগর - স্বদেশরঞ্জন নায়েক

এগরা - অরূপ দাস

দাঁতন - শক্তিপদ নায়েক

নয়াগ্রাম - বাকুল মুর্মু

গোপীবল্লভপুর - সঞ্জিৎ মাহাতো

ঝাড়গ্রাম - সুখময় শতপথী

কেশিয়াড়ি - সোনালি মুর্মু

খড়গপুর - তপন ভুঁইয়া

গড়বেতা - মদন রুইদাস

শালবনি - রাজীব কুণ্ডু

মেদিনীপুর - সমিত দাস

বিনপুর- পালন সরেন

বান্দোয়ান - পারসি মুর্মু

বলরামপুর - বানেশ্বর মাহাতো

বাঘমুন্ডি- আজসু

জয়পুর - নরহরি মাহাতো

পুরুলিয়া - সুদীপ মুখোপাধ্যায়

মানবাজার - গৌরী সিং সর্দার

পারা - নদিয়া চাঁদ বাউড়ি

রঘুনাথপুর - বিবেকানন্দ বাউড়ি

শালতোড়া - চন্দনা বাউড়ি

ছাতনা - সত্যনারায়ণ মুখোপাধ্যায়

রানিবাঁধ - ক্ষুদিরাম টুডু

রাইপুর - সুধাংশু হাঁসদা



গোসাবা - চিত্ত প্রামাণিক

পাথরপ্রথিমা - অসিত হালদার

কাকদ্বীপ - দীপঙ্কর জানা

সাগর - বিকাশ কামিলা

তমলুক - হরেকৃষ্ণ বেরা

পাঁশকুড়া পূর্ব - দেবব্রত পট্টনায়েক

পাঁশকুড়া পশ্চিম - সিন্টু সেনাপতি

ময়না - অশোক দিন্দা

নন্দকুমার - নীলাঞ্জন অধিকারী

মহিষাদল - বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়

হলদিয়া - তাপসী মণ্ডল

নন্দীগ্রাম -  শুভেন্দু অধিকারী দল

চণ্ডীপুর - পুলককান্তি গুড়িয়া

নারায়ণগড়- রামপ্রসাদ গিরি

সবং- অমূল্য মাইতি

পিংলা- অন্তরা ভট্টাচার্য

ডেবরা- ভারতী ঘোষ

দাসপুর - প্রশান্ত বেরা

ঘাঁটাল- শীতল কাপত

চন্দ্রকোণা- শিবরাম দাস

কেশপুর- প্রীতিশ রঞ্জন কুয়ার

তালড্যাংরা - শ্যামল সরকার

বাঁকুড়া - নীলাদ্রী শেখর দানা

ওন্দা - অমর শঙ্খ

বিষ্ণুপুর - তন্ময় ঘোষ

কোতুলপুর - হরকালী প্রতিহার

ইন্দাস - নির্মল ধাড়া

সোনামুখী - দিবাকর ঘরামি

No comments