গত কালকের পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ব্লকের প্রেসিডেন্টদের সিদ্ধান্ত জানানো হয়েছিল যে, আমাদের বর্ষীয়ান নেতা তথা
পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতাকে (তৃণমূল কংগ্রেসের পুর্ব মেদিনীপুর …
গত কালকের পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ব্লকের প্রেসিডেন্টদের সিদ্ধান্ত জানানো হয়েছিল যে, আমাদের বর্ষীয়ান নেতা তথা
পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতাকে (তৃণমূল কংগ্রেসের পুর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক) "শুট করে কেটে কুচি কুচি করে মাটিতে পুঁতে দেওয়ার" নিদান প্রকাশ্য জনসভায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে প্রতিটি ব্লক সভাপতিদের নির্দেশ দিয়েছিলেন জেলা সভাপতি, সেই মতো হলদিয়া থানাই মেল করে হলদিয়ার টাউন ব্লক কংগ্রেসের পক্ষ হয়তে M.A. Khan, (Working President) এবং জেলা কংগ্রেসের পক্ষ হয়তে মাননীয় DM / SP, সাহেবকেও জানানো হয়েছে সেই সঙ্গে আমাদের রাজ্য সভাপতি সম্মানিত অধির বাবু সহ আব্দুল মান্নান সাহেবকেও প্রতিলিপির কপি পাঠান হয়েছে । সেই সঙ্গে আমরা প্রশাসনের উচ্চ আধিকারিকদের অবগত করিতেছি যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কংগ্রেসের পক্ষ হয়তে আবেদন করিতেছি। (আরিফ আহাম্মদ সেখ সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি) ।
No comments