মা মাটি মানুষের সরকারের দুয়ারে দুয়ারে কর্মসূচি এছাড়া প্রায় ৬৫ প্রকল্পে মানুষের সমাধানের জন্য পাড়ায়-পাড়ায় সমাধান এই কর্মসূচি চলছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য এখন কর্মসূচি চলছে। ভোটের আগে স্বাস্থ্য সাথীর কার্ডের ক…
মা মাটি মানুষের সরকারের দুয়ারে দুয়ারে কর্মসূচি এছাড়া প্রায় ৬৫ প্রকল্পে মানুষের সমাধানের জন্য পাড়ায়-পাড়ায় সমাধান এই কর্মসূচি চলছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য এখন কর্মসূচি চলছে।
ভোটের আগে স্বাস্থ্য সাথীর কার্ডের কার্যকারিতা নিয়ে গোটা রাজ্য জুড়ে যখন রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে ঠিক সেই সময় একাধিক স্বাস্থ্য সাথীর ফর্ম পাওয়া গেল ড্রেনের মধ্যে থেকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমা মোড় এলাকায়। শনিবার সকালে স্থানীয় মানুষজন হলদিয়া- মেচেদা রাজ্য সড়কের মহিষাদলের সিনেমা মোড় এলাকায় ড্রেনের মধ্যে ২০- ৩০টি স্বাস্থ্য সাথীর ফর্ম পড়ে থাকতে দেখেন। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ফর্ম গুলি রামনগর- ১ ব্লকের। ২০১৯ সালে এই সমস্ত ফর্মগুলি জমা পড়েছিল। যাদের প্রত্যেকেই স্বাস্থ্য সাথীর আওতাধীন। শাসক দলের নেতাদের দাবি বর্তমান রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা কেউ চক্রান্ত করে ঘটিয়েছে।
No comments