বিজেপির মন্ডল সম্পাদক এর দোকানে আগুন। আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর এর খেজুরী 2 নম্বর ব্লকের নিচকসবা অঞ্চলের নারায়নমোড় এলাকার ঘটনা। অভিযোগ স্থানীয় মন্ডল সম্পাদক দিব্যেন্দু মিদ্যা এর এই এলাকায় …
বিজেপির মন্ডল সম্পাদক এর দোকানে আগুন। আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর এর খেজুরী 2 নম্বর ব্লকের নিচকসবা অঞ্চলের নারায়নমোড় এলাকার ঘটনা। অভিযোগ স্থানীয় মন্ডল সম্পাদক দিব্যেন্দু মিদ্যা এর এই এলাকায় দুটি গুমটি দোকান ছিল। একটি স্টেশনারি ও অপরটি জুতোর। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী দুটি দোকানেই আগুন ধরিয়ে দেয়। দুটি দোকান ই আগুনে ভস্মীভূত হয়ে যায়। আজ সকালে নজরে আসে। এলাকায় উত্তেজনা। খেজুরী থানায় অভিযোগ দায়ের হচ্ছে।
No comments