৪৭৪২কোটি টাকার প্রকল্পের উদ্বোধনের জন্য আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল দশটা হলদিয়া এসে পৌঁছলেন পেট্রোলিয়াম মন্ত্রী।প্রথমে তিনি হলদিয়া সিটি সেন্টারের তেঁতুলবেড়িয়া ভারত পেট্রোলিয়াম ইমপোর্ট এলপিজি টার্মিনাল পরি…
৪৭৪২কোটি টাকার প্রকল্পের উদ্বোধনের জন্য আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল দশটা হলদিয়া এসে পৌঁছলেন পেট্রোলিয়াম মন্ত্রী।
প্রথমে তিনি হলদিয়া সিটি সেন্টারের তেঁতুলবেড়িয়া ভারত পেট্রোলিয়াম ইমপোর্ট এলপিজি টার্মিনাল পরিদর্শন করেন। তারপর তিনি হলদিয়া আইওসি তেল শোধনাগার যান। দুপুর১২টায় সময় যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল ঘুরে আসেন। সাংবাদিক বৈঠক করলেন। তিনি একগুচ্ছ নির্দেশিকা দেন।প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এসে কিভাবে স্টেজে আসবেন অতিথিরা কোথায় থাকবেন এবং দর্শনার্থীরা কিভাবে সভায় প্রবেশ করবেন তার রুট ম্যাপ তৈরির নির্দেশ দেন। হলদিয়া একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলা ন্যাস করতে আসছেন প্রধানমন্ত্রী।কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের উদ্যোগে এই সরকারি অনুষ্ঠানের আয়োজন।সরকারি অনুষ্ঠানে কার্যত লক্ষাধিক মানুষের সমাগমে ভাবনা চিন্তা করা হচ্ছে।
হেলিপ্যাড ময়দানে প্রায় সাড়ে ছয় একর জমির উপর সভাস্থল করার নির্দেশ দেন পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি বলেন আগামী ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হলদিয়া বিপিসিএল ১১০০ কোটি টাকার এলপিজি টার্মিনাল, গেইলের ২৪৩৩ কোটি টাকার প্রাকৃতিক গ্যাস প্রকল্প ও রানিচক উড়ালপুল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। একইসাথে আইওসি লুব্রিক্যান্ট ওয়েল উৎপাদনের জন্য ১০০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হবে। সব মিলিয়ে ৪৫০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করা হবে।তিনি বলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সারাদেশে এখন পর্যন্ত ৮ কোটি গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।এরমধ্যে পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে ৮৮লক্ষ ৫১হাজার অর্থাৎ ১১শতাংশ।গেইলের প্রকল্প শেষ হলে রাজ্যের মানুষ বাড়িতে বসে কলের জনের মতো গ্যাস পাবেন তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে খুশির খবর হলো৭১ বৎসর পর এ রাজ্যে অশোকনগরে খনিজ তেলের সন্ধান পেয়েছে ওএনজিসি। এবং তার বাণিজ্য খনন শুরু হয়েছে। এই তেল হলদিয়া শোধনাগারে এনে শোধন করা হবে। পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী বললেন করোনার জন্য চাহিদা সরবরাহ ভারসাম্য নষ্ট হয়েছে। এখন ক্রড ওয়েলের আমদানি খরচ বেশি হওয়ায় আমজনতা সমস্যায় পড়েছেন এ বিষয়ে তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে পেট্রোলিয়াম মন্ত্র কথা বলছে।
No comments