Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও ভারত সরকারের বিজ্ঞান প্রসার দপ্তর এর সুচেতনা সায়েন্স ক্লাব,নারান্দা র কো-অর্ডিনেটর, জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্ত, পশ্চিমবঙ্গ সর…

 





পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও ভারত সরকারের বিজ্ঞান প্রসার দপ্তর এর সুচেতনা সায়েন্স ক্লাব,নারান্দা র কো-অর্ডিনেটর, জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্ত, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের শিক্ষারত্ন শ্রীমতি দুর্গা রানী দে কে পাঁশকুড়া পৌরসভার  তিন নম্বর ওয়ার্ডের নারান্দা ইয়ুথ সোসাইটি জানালেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা। শিক্ষিকা তার আজীবন শিক্ষকতা কাজের পাশাপাশি সমাজসেবামূলক কর্মে র সন্তুষ্টি হিসাবে নিজ অন্তরের তাগিদে  মানব সেবার জন্য ১৪ই ফেব্রুয়ারি, ২০২১, নারান্দা ইউথ সোসাইটির রক্তদান কর্মসূচিতে আন্তরিকভাবে সবরকম প্রচেষ্টা দিয়ে সামিল হয়েছিলেন। ক্লাবের কো-অর্ডিনেটর হিসেবে তাঁর ওই অন্তর্ভুক্তির জন্য নারান্দা ইউথ সোসাইটির  সদস্যবৃন্দ সমবেতভাবে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা শিক্ষিকাকে ক্লাবের সমাজসেবামূলক কর্মসূচিগুলোতে ভবিষ্যতেও এইরূপ অংশগ্রহণের জন্য আহ্বান ও অনুরোধ জানান। শিক্ষিকা তাঁদের আশ্বাস দেন, তিনি যথাসাধ্য তাদের কর্মসূচিগুলিতে যুক্ত থাকবেন। ক্লাবের সেক্রেটারি শিক্ষিকার হাতে তাদের ধন্যবাদপত্র অর্পণ করেন।


No comments