Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অাহ্বানে দাউদপুর খেলার মাঠে অায়োজিত কর্মীসভা জনসভায় রূপান্তরিত হয় ।বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, প্রাক্তন সহকারী সভাধিপতি সেক …

 



পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অাহ্বানে দাউদপুর খেলার মাঠে অায়োজিত কর্মীসভা জনসভায় রূপান্তরিত হয় ।বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, প্রাক্তন সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, জেলা তৃণমূল কংগ্রেস নেতা অাবু তাহের, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাস, সেক খুশনবী,গ্রাম প্রধান সামশুল ইসলাম, সোয়েম কাজী প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন বলেন নন্দীগ্রাম ভূমি অান্দোলনের প্রকৃত প্রেরনাদাত্রী ও কাণ্ডারী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার মাধ্যমে শহীদের রক্তস্নাত পবিত্র মাটিকে সেলাম জানিয়েছেন।অার মমতার ক্ষমতা ভোগ করে হৃষ্টপুষ্ট  বলিষ্ঠ হয়ে নন্দীগ্রাম ভূমি অান্দোলনের শহীদদের রক্ত কে অবমাননা করে বিজেপির পতাকাতলে সামিল হয়ে শুভেন্দু অধিকারী বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির পথ বেছে নিয়েছেন। নন্দীগ্রাম ভূমি অান্দোলন শহীদদের লাশকে সিঁড়ি বানিয়ে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্খা পূরণ করে এখন উচ্চাশা পূরণের জন্য বিজেপি তে যোগ দিয়েছেন।নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী শুভেন্দু অধিকারী কে নন্দীগ্রামের অাপমর মানুষ সেই রাজনৈতিক উচ্চতা থেকে মাটিতে নামিয়ে অানবে বলে অাশা প্রকাশ করেন মামুদ হোসেন। তিনি বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে লক্ষাধীক ভোটে জিতে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুযের সরকারের মুখ্যমন্ত্রী হয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের  জয়যাত্রা অব্যহত রাখবেন।
সভায় সভাপতিত্ব করেন দাউদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল দাস।

No comments