Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা অতিমারির পরিস্থিতিতে ত্রি চক্র মৎস্য-যানে বাড়ি বাড়ি টাটাকা মাছ পৌছে দিতে উদ্যোগ..

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ydSl4Vcx7wc
এবার হলদিয়ায় দেখা যাবে মাছ বিক্রির তিন চাকার মৎস্যযান। মৎস্য দপ্তরের উদ্যোগে অভিনব প্রয়াস। এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মাছ বিক্রি করবে এই সব মৎস্য-যান।  ৩রা ফেব্রুয়ারী বুধবার , হলদিয়া …

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ydSl4Vcx7wc


এবার হলদিয়ায় দেখা যাবে মাছ বিক্রির তিন চাকার মৎস্যযান। মৎস্য দপ্তরের উদ্যোগে অভিনব প্রয়াস। এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মাছ বিক্রি করবে এই সব মৎস্য-যান।  ৩রা ফেব্রুয়ারী বুধবার , হলদিয়া ব্লকে তিন চাকার মৎস্যযান ও স্বাস্থ্যকর তাপ নিয়ন্ত্রিত বাক্স  (ট্রাই সাইকেল সহ হাইজেনিক ইন্সুলেটেড বক্স) দেওয়া হল সাতজন মৎস্যজীবীকে। ঘুরে ঘুরে বাড়ি বাড়ি মাছ বিক্রি করবে এই মৎস্যযান। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারি, হলদিয়ার বিডিও সঞ্জয় দাস , হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা , সহ সভাপতি সাইফুল ইসলাম,  মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাজি ও হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যন্য ব্যাক্তি বর্গ। হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু জানান, ত্রি-চক্র মৎস্যযান সহ ৫০ লিটারের এই স্বাস্থ্যকর শীততাপ নিয়ন্ত্রিত বাক্স তুলে দেওয়া হল মৎস্যজীবীদের যাতে তারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করতে পারেন। এই তিন চাকার যানে প্রতিদিন প্রায় ২৫ কেজি মাছ বিক্রি করা যাবে, এর ফলে দৈনিক ৯৫০টাকা করে নিট লাভ করলে মাসে ২৩৭৫০টাকা লাভ করতে পারবেন। কর্মসংস্থানের ক্ষেত্রে মৎস্যজীবীদের সহায়ক হবে। আর বাড়ি বসেই টাটকা মাছ পাবে এলাকার মানুষ।  পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারি হলদিয়া ব্লকের প্রাপক মৎস্যজীবীদের শুভেচ্ছা বার্তা দেন।





No comments