পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের কংগ্রেসের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়। অমর ভাষা শহীদ সালাম,বরকত, জব্বার,সফিক রফিউল, প্রমুখ সহ অাসামের শিলচরে বাংলা ভাষা অান্দোলনের অমর শহ…
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের কংগ্রেসের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়। অমর ভাষা শহীদ সালাম,বরকত, জব্বার,সফিক রফিউল, প্রমুখ সহ অাসামের শিলচরে বাংলা ভাষা অান্দোলনের অমর শহীদ স্মরণে বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রত্নদ্বীপ মান্না, পৌর প্রশাসকমন্ডলীর সদস্য সুবল মান্না, কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ নায়ক, অাএনটিটিইউসি নেতা রমেন সিংহ,প্রদীপ লালা,রঞ্জিত লালা,মনজুর অালি খাঁন, জুবায়ের বিন রব, সেক সুরজ অাল অামন প্রমুখ।
No comments