Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে শ্রমিক মেলা উদ্বোধন করলেন শ্রম মন্ত্রী

শিল্প শহর হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মহকুমার সাথে সাথেই আজ হলদিয়াতে শ্রমিক মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় কয়েক লক্ষাধিক টাকা চেক তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের  রাষ্ট্রমন্ত্রী নির্মল মাঝি। নাম না করেই অধিকারী পরিবার শুভেন…

 




শিল্প শহর হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মহকুমার সাথে সাথেই আজ হলদিয়াতে শ্রমিক মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় কয়েক লক্ষাধিক টাকা চেক তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের  রাষ্ট্রমন্ত্রী নির্মল মাঝি। নাম না করেই অধিকারী পরিবার শুভেন্দু অধিকারী কে টার্গেট করে তিনি বললেন একসময় মমতা ব্যানার্জির পায়ে মা মা করে পড়ে যেতেন। আজ মা যতই খারাপ হোক না কেন মায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা উচিত নয়। আজকের যে বা যারা এই ধরনের মন্তব্য করছেন নিশ্চয়ই উনারা গায়ের জোরে করছেন।  কিন্তু আমরা জনগণের সঙ্গে আছি জনগণ আগামী নির্বাচনে তার যোগ্য জবাব দেবে। তিনি আরো বলেন সারা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ আলাদা। এই রাজ্য থেকে কেন্দ্রের বিভিন্ন ধরনের পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছেন। রাষ্ট্রসংঘ থেকে যেমন সবুজ সাথী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ৬৫ টি প্রকল্প রয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার জন্য মমতা ব্যানার্জিকে এলাকার মানুষ কখনো ভুলবে না। প্রশঙ্গত

শ্রম দপ্তর,পশ্চিমবঙ্গ সরকারের  উদ্যোগে আয়োজিত হলদিয়া শ্রমিক মেলা ২০২১,দূর্গাচক,হলদিয়া, উদ্বোধন করলেন শ্রমদপ্তরের রাষ্ট্র মন্ত্রী  ডা:নির্মল মাজি,উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস-চেয়ারম্যান ‌ সাধন জানা ,পৌরসভার ভাইস চেয়ারম্যান সুধাংশু মন্ডল, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলি (পল্টু),কাউন্সিলার প্রদীপ কুমার দাস, হলদিয়া শ্রমদপ্তরের আধিকারিক মিহির সরকার ও পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক বৃন্দ, ওবিশিষ্ট সমাজসেবি বৃন্দ।





No comments