Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! মহিষাদল রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় মৃত ১

মহিষাদল রাজ্য সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকেরনিয়ন্ত্রন হারিয়ে একটি ডাম্পার ধাক্কা মারায় ,দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বাইক চালক এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিব।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের চাঁপিতে লক্ষী সূড়া…

 




মহিষাদল রাজ্য সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকেরনিয়ন্ত্রন হারিয়ে একটি ডাম্পার ধাক্কা মারায় ,দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বাইক চালক এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিব।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের চাঁপিতে লক্ষী সূড়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে । জানা গেছে দুর্ঘটনায় মৃত এই যুবকের নাম সমরেশ মন্ডল( নিতাই)৩৫। বাড়ি সুতাহাটার দেউলপোতায় রানীচকে। জানা গেছে এই যুবক বাইক চালিয়ে তেরপেখিয়া থেকে মহিষাদল  আসার সময় উল্টো দিক থেকে আসছিলো ঘাতক ডাম্পারটি।চাঁপির কাছে দ্রুতগতির ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয় বাইকে। প্রচন্ড ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় ডাম্পারের চাকার তলায় পড়েন সমরেশ।স্থানীয়রা জানিয়েছেন দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এই যুবকের। এর জেরে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।স্থানিয় বাসিন্দারা মহিষাদল থানায় খবর দেয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ।মৃতদেহ উদ্ধারে করে নিয়ে যায় পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ বাইকে আটক করেছে পুলিশ।তবে ঘাতক ডাম্পারতক।

এলাকাবাসীর অভিযোগ এই রাস্তা দিয়ে ডাম্পার ও লরী গুলি মাত্রাতিরিক্ত গতিতে যাতায়াত করে ।এর ফলে সমস্যায় পড়তে হয় সাধারন পথচারী মানুষদের।

তাঁদের আরো অভিযোগ এই বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কোন লাভ হয়নি।তাঁদের অভিযোগ পুলিশ এলাকাবাসীর দাবি মেনে গাড়ি গুলির গতি নিয়ন্ত্রনের ব্যাবস্থা করলে এমন ঘটনা ঘটতো না


No comments