Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক হলদিয়া পৌরসভার চেয়ারম্যান থেকে পদত্যাগ

আবার শুক্রবার দুপুরে হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক ইস্তফা দিলেন পদ থেকে। এদিন তাঁর প্রতিনিধি হয়ে কাউন্সিলার দীপক পণ্ডা পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে ইস্তফাপত্র জমা দেন। পরে তা মহকুমাশাসক অবনীত পুনিয়ার কাছে জমা দেওয়…

 





আবার শুক্রবার দুপুরে হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক ইস্তফা দিলেন পদ থেকে। এদিন তাঁর প্রতিনিধি হয়ে কাউন্সিলার দীপক পণ্ডা পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে ইস্তফাপত্র জমা দেন। পরে তা মহকুমাশাসক অবনীত পুনিয়ার কাছে জমা দেওয়া হয়।গত কয়েকদিন আগেই হলদিয়া পৌরসভার কাউন্সিলরদের নিয়ে একটি সভা হয় সেই সভায় দলের মধ্যে কারা আছেন তার অঙ্গীকার পত্র সই করে পাঠিয়ে দেওয়া হয় রাজ্য তৃণমূল ভবনে ।আর তারই পরিপ্রেক্ষিতে কি চেয়ারম্যান পরিবর্তন হতে চলেছে? বর্তমান চেয়ারম্যান শ্যামল কুমার আদক আজ পদত্যাগ করলেন। প্রসঙ্গত,

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা প্রথম নোটিফাইড এরিয়া গঠিত হয় কয়েকটি পঞ্চায়েত সমিতি কে একত্রিত করে।১৯৯৫ সাল চেয়ারম্যান ছিলেন বলাইশখা ভৌমিক ১৯৯৭ সাল ৯ জুন হলদিয়া পৌরসভা সিটি সেন্টার দেভোগে নতুন বিল্ডিং এর উদ্বোধন এবং নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন বামফ্রন্টের মনোনীত তমালিকা পন্ডা শেঠ হলদিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। সেই বিল্ডিং উদ্বোধনে এসেছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য এবং মুলায়ম সিং যাদব হলদিয়া পৌরসভা প্রথম থেকেই চেয়ারম্যান ছিলেন তমালিকা পন্ডা শেঠ। ২০১২ সালে নির্বাচনের মধ্য দিয়ে তমালিকা পন্ডা শেঠ চেয়ারম্যান হলেন। ২৬ টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভা। ২০১৫ সালে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন বামফ্রন্টের অনেক কাউন্সিলর কে তাদের পক্ষে নিয়ে যাবার মধ্য দিয়ে অনাস্থা প্রস্তাবে তৎকালীন চেয়ারম্যান তমালিকা পন্ডা শেঠ পরাস্ত হন।নির্বাচিত হলেন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল। ২০১৭ সাল মে মাসে নির্বাচনের মধ্য দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড গঠিত হয় চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছিলেন শ্যামল কুমার আদক ,ভাইস চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল। ২৯ টি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে জয়যাত্রা শুরু হয় হলদিয়া পৌরসভার। সাম্প্রতিক শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করায় সারা রাজ্যসহ জেলায় রাজনীতি অস্থিরতা দেখা যায়। দাদার অনুগামী এবং তৃণমূল কংগ্রেস হলদিয়া বিভিন্ন জায়গায় তার কর্মসূচি পালিত হয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি এবং প্রাক্তন কাউন্সিলর হলদিয়া পৌরসভা অনেকেই বিজেপিতে যোগদান করেছেন ।ভাইস চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল বলেন। শ্যামল বাবু কেন ইস্তফা দিলেন আমাদের জানা নেই। হয়তো উনার পারিবারিক শারীরিক অসুস্থতার কারণে তিনি আরও বলেন তিনি বিভিন্ন জায়গায় দলীয়ভাবে হেনস্থা হয়েছেন ।এছাড়া তিনি বন্দর শ্রমিক নেতা। হয়তো অনেকগুলি কাজ একসঙ্গে পেরে ওঠা  সম্ভব হয়নি।  বোর্ড অফ কাউন্সিল পদত্যাগ পত্র নিয়ে আলোচনা হবে।আগামী দিনে নতুন চেয়ারম্যান নির্বাচন হবে।তমলুকের বাসিন্দা শ্যামল এক সময় হলদিয়ার প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। লক্ষ্মণের হাত ধরেই হলদিয়া বন্দর এলাকায় একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন তিনি। পরে রাজ্যে পালাবদলের পর তিনি শুভেন্দু ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং তাঁর ক্ষমতাও বৃদ্ধি পায়। তৃণমূলে শুভেন্দু বিরোধী শিবিরকে কোণঠাসা করতে সিপিএমের একটা অংশ শ্যামলের হাত ধরেই শাসক দলে যোগ দেয়। হলদিয়া জুড়ে শ্যামলের কর্তৃত্ব কায়েম হয়।কিন্তু শুভেন্দু দল বদলে গেরুয়া শিবিরে চলে যাওয়ার পর থেকেই শ্যামল একা হয়ে পড়েন। বরং একসময় শুভেন্দু যাঁদের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, সেই দেবপ্রসাদ মণ্ডল ও তাঁর অনুগামীরাই এখন হলদিয়ায় নতুন করে ক্ষমতার শীর্ষে চলে এসেছেন। তার মধ্যেই সম্প্রতি টাউনশিপে তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠকে শ্যামলের উপর হামলা হয়। তার পর থেকেই তাঁর পদত্যাগ ঘিরে জল্পনা শুরু হয়।

No comments